Homeখবররাজ্যকমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা, জ্যোতিপ্রিয়র পাশে মমতা

কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা, জ্যোতিপ্রিয়র পাশে মমতা

প্রকাশিত

কলকাতা: বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন তিনি।

এ দিন জেরার আগেই জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আলিপুরের কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হয় কমান্ড হাসপাতাল। সেখানে তারা বলেছিল, আমরা ওভার বার্ডেনড। অর্থাৎ হাসপাতালে রোগীর সংখ্যা এত বেশি যে আরও নতুন করে কাউকে চিকিৎসা দেওয়া সম্ভব বলে জানিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কম্যান্ড হাসপাতাল যে নির্দিষ্ট ক্যাটেগরির চিকিৎসা জন্য, সেটাও উল্লেখ করা হয়েছিল। মূলত সেনাবাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের চিকিৎসার জন্যই বরাদ্দ এই হাসপাতাল চিহ্নিত। তবে হাসপাতালের আবেদন ফিরিয়ে দেয় আদালত।

জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁকে টানা জেরা করেন ইডি আধিকারিকরা। আদালতের নির্দেশ মেনে ২৪ ঘণ্টা পর পর মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করানোর তোড়জোড় ইডি-র। আজ জেরার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কমান্ড হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে ফের নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। সেখানে নিয়ে গিয়ে ফের জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা যায় ইডি সূত্রে।

ধৃত মন্ত্রীর পাশে মমতা

mamata 1

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

উল্লেখযোগ্য ভাবে, এ দিনই নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের রেশন দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেছেন। বামেদের ঘাড়েই দায় ঠেলেছেন তিনি। পাশে দাঁড়িয়েছেন ধৃত মন্ত্রীর। তিনি বলেন, “আজ সিপিএম বড় বড় কথা বলছে। আদালত, ইডি বা সিবিআই-কে নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। কিন্তু সেই নিয়ে কিছু বলব না আমি। কিন্তু বলে রাখছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকার অর্থ, সেই রেশন কেউ না কেই তুলতেন! সেই টাকা কোথায় যেত? আজ পর্যন্ত তদন্ত হয়েছে?”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “দোষ প্রমাণের আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। একটা লোককে কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেগে দিচ্ছে। একবারও ভেবে দেখেছ, তাঁর ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে। তাঁর সতীর্থদের কী হচ্ছে। আজ তুমি ক্ষমতায় আছ। দম্ভে অনেক কাজ করবে। একদিন তুমি ক্ষমতায় থাকবে না। সব ধরা পড়বে। সব বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়লে কিন্তু সাবধান।”

আরও পড়ুন: এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনলেন মহুয়া মৈত্র, কী কারণে

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকুন! রেরা রেজিস্ট্রেশন না থাকলে মিলবে না গৃহঋণ

পশ্চিমবঙ্গে রেরা রেজিস্ট্রেশন ছাড়া আবাসন প্রকল্পে ব্যাঙ্ক ঋণ বন্ধের সিদ্ধান্ত। গৃহঋণ পেতে হলে রেরা অনুমোদিত ফ্ল্যাট কিনতেই হবে।

ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান হলেই রাজ্যে লক্ষাধিক নিয়োগ: মমতা

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল। মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হলে ৬,৮০০ টাকা বোনাস, পেনশনভোগীরাও পাবেন বিশেষ সুবিধা। বিস্তারিত জানুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে