Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রীলঙ্কাকে হারিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, 'অসম্ভব' কিছু না ঘটালে...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রীলঙ্কাকে হারিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, ‘অসম্ভব’ কিছু না ঘটালে পাকিস্তানের বিদায় নিশ্চিত

প্রকাশিত

শ্রীলঙ্কা: ১৭১ (৪৬.৪ ওভার) কুশল পেরেরা ৫১, থিকশানা ৩৮* বোল্ট ৩/৩৭, রাচিন ২/২১, স্যান্টনার ২/২২

নিউজিল্যান্ড: ১৭২/৫ (২৩.২ ওভার) কনওয়ে ৪৫, ড্যারিল ৪৩, রাচিন ৪২ ম্যাথেউজ ২/২৯, চামিরা ১/২০ থিকশানা ১/৪৩

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়ে গেল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে এ বারের ক্রিকেট বিশ্বকাপের ৪১তম ম্যাচটি। প্রথমে ব্যাট করে ১৭১ রান করে শ্রীলঙ্কা। জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে মাত্র ২৩.২ ওভারেই ১৭২ রান তুলে নেয়।

নিজেদের নবম তথা লিগ পর্যায়ের শেষ ম্যাচে উল্লেখযোগ্য পারফরমেন্স শ্রীলঙ্কা দেখা গেল কুশল পেরেরার। শ্রীলঙ্কার হয়ে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি। ২২ বলে হাফ সেঞ্চুরি করেন কুশল। যা এই বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি। আর কেউই সেভাবে ক্রিজে জমাতে পারলেন না। একমাত্র মাহিশ থিকশানা দীর্ঘক্ষণ ক্রিজে থেকে ৩৮ রান (৯১ বলে) করে কিছুইটা লড়াই করলেন। বাকিদের মধ্যে পাথুম নিশঙ্ক (২), মেন্ডিস (৬), সদিরা সমরবিক্রমা (১), চরিথ আশালঙ্কা (৮), অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১৬), ধনঞ্জয় ডি সিলভা (১৯) বা চামিকা করুণারত্নে (৬) শেষ ম্যাচেও তেমন কিছু করতে পারলেন না।

নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত শুরু করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে এবং রাচিন ৮৬ রানের জুটি গড়েন। কনওয়ে ৪৫ ও রাচিন ৪২ রান করেন। ড্যারিল মিচেল খেলেছেন ৪৩ রানের ইনিংস। তাঁরা ছাড়াও উইলিয়ামসন (১৪), মার্ক চাপম্যানদের (৭) জন্য। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস (১৭) এবং টম লাথাম (২) দলকে বহু কাঙ্ক্ষিত জয় এনে দেন।

শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। একটি করে উইকেট পান চামিরা ও থিকশানা।

পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন কেন উইলিয়ামসনেরা। বাবর আজমদের কাজ অনেকটাই কঠিন করে দিলেন তাঁরা। কারণ, পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে গেল পাকিস্তান। তাদের হাতে রয়েছে একটি ম্যাচ। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তারা। সেখানে ইংল্যান্ডকে বড়ো ব্যবধানে হারাতে হবে। যাতে নিউজিল্য়ান্ডের সঙ্গে পয়েন্ট সমান করার পাশাপাশি নেট রান রেটও বেশি হয়।

লিগের ন’টি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের নেট রানরেট এখন +০.৭৪৩। এক ম্যাচ কম খেলে বাবরদের নেট রানরেট +০.০৩৬। ফলে বাবরদের থেকে অনেকটাই এগিয়ে উইলিয়ামসনরা। অর্থাৎ, শনিবার ইডেনে যদি পাকিস্তান ‘অসম্ভব’ কিছু না ঘটালে দেশে ফেরার বিমানই ধরতে হবে।

ইংল্যান্ড ম্যাচে প্রথমে ব্য়াট করলে অন্তত ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। উদাহরণ হিসেবে বলা চলে, প্রথমে ব্যাট করে পাকিস্তান যদি ৩০০ রান করে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের মধ্যে অল আউট করতে হবে। আবার প্রথমে বল করলে পাকিস্তানকে অন্তত ২৮৪ বল বাকি থাকতে জিততে হবে। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে যদি ৫০ রান করে, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে ফেলতে হবে ২.৪ ওভারের মধ্যে।

আরও পড়ুন: ৮ ম্যাচে দ্বিতীয় বার জয়ের মুখ দেখল ইংল্যান্ড, ১৬০ রানে হার স্বীকার নেদারল্যান্ডসের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...