অবশেষে রাজকুমার হিরাণী এবং শাহরুখ খানের সিনেমা ডাঙ্কির নতুন পোস্টার প্রকাশ্যে এলো। চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি হতে চলেছে ডাঙ্কি।
কিছুদিন আগে শাহরুখের জন্মদিনেই প্রকাশ করা হয় ‘ডাঙ্কি’র প্রথম ঝলক। মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওয় অনুরাগীদের মন জয় করে নেন বলিউড বাদশা।
তবে এইবার নতুন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘এমন পরিবার ছাড়া কেমন হবে দিওয়ালি আর কেমনইবা হবে নতুন বছর? একসঙ্গে পথ চলা, থেমে থাকা আর একসঙ্গে সেলিব্রেট করার মধ্যেই তো আসল মজা। এই উল্লু দে পাঠ্ঠেই তো ডাঙ্কির সব।‘
পাঠান-জওয়ানে শাহরুখ খানের চরিত্রের মধ্যে খুব সামান্যই তফাত ছিল। কিন্তু দুটি সিনেমাই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। জওয়ান তো শাহরুখের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। এতটাই সাফল্য পেয়েছে ছবিটি। বক্স অফিসে হাজার কোটির কালেকশন করেছে জওয়ান।
জওয়ানের রেশ কাটতে না কাটতেই ডাঙ্কির প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ খান। প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাঙ্কির ট্রেলার খুব শীঘ্রই প্রকাশ্যে আনবেন তিনি। সেই প্রতিশ্রুতি জন্মদিনে রেখেছেন শাহরুখ খান। রাজকুমার হিরানীর সঙ্গে প্রথম সিনেমা শাহরুখ খানের। রাজকুমার হিরানী এতদিন আমির খানের সঙ্গেই সিনেমা করেছেন। থ্রি ইডিয়ট, পিকের মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি ছবিতে কী চমক রয়েছে সেইদিকে তাকিয়ে রয়েছেন সকলে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

