Homeখেলাধুলোক্রিকেট“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল...

“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল ওই নাম

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের এক বড়ো আবিষ্কার রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ফর্মে রয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। বুধবার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সেমিফাইনালে ভারতকে জিততে হলে রাচিন রবীন্দ্রকে দ্রুত তুলে নিতে হবে।

এ বারের বিশ্বকাপ ক্রিকেটে যে সব ব্যাটার সবচেয়ে বেশি রান করার তালিকায় রয়েছেন, তাঁদের অন্যতম রাচিন রবীন্দ্র। ৯টি ইনিংসে ৫৬৫ রান করে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর রানে রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ২টি অর্ধশত রান। ব্যাটিং গড় ৭০.৬২।

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। যে সব কিউয়ি ব্যাটার ভারতের মুখ্য লক্ষ্যবস্তু হবে, তাঁদের মধ্যে রাচিন রবীন্দ্র যে অন্যতম তাতে কোনো সন্দেহ নেই।

রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁর দাদু-দিদিমা বেঙ্গালুরুতে থাকেন। এ বার বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে এসে রাচিন তাঁদের সঙ্গে দেখা করে এসেছেন।

রাচিনের নাম নিয়ে একটা জনপ্রিয় কাহিনি চালু আছে ক্রিকেটপ্রেমীদের মহলে। বলা হয়, রাহুল দ্রাবিড়ের ‘রা’ আর সচিন তেন্ডুলকরের ‘চিন’ নিয়ে নাম ‘রাচিন’। কিন্তু ব্যাপারটি কী তা খোলসা করেছেন রাচিনের বাবা। তিনি বলেছেন, তাঁর পুত্রের নাম যে ওই ভাবে পরিকল্পনা করে দেওয়া হয়েছে তা নয়। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি ‘দ্য প্রিন্ট’কে বলেন, “রাচিনের জন্মের পর আমার স্ত্রী নবজাতকের ওই নাম দেন। তখন ওই নাম নিয়ে আলোচনা করার কোনো ব্যাপার ছিল না। আমরা সঙ্গে সঙ্গেই ওই নাম রাখি।”

“নামটা ভালো লেগেছিল। ছোটো নাম, বানানটাও সোজা, তাই আমরা ওই নামটাই রেখে দিই। কয়েক বছর পরে বুঝলাম, আমাদের পুত্রের নাম রাহুল আর সচিনের নামের মিশ্রণ। ছেলেকে ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা করে ওই নাম রাখা হয়নি”, বলেছেন রবি কৃষ্ণমূর্তি।

কী ভাবে নিউজিল্যান্ডের ক্রিকেট টিমে তিনি অপরিহার্য হয়ে উঠলেন, সেই গল্প করেছেন ২৩ বছরের রাচিন। রাচিন ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। নিউজিল্যান্ডের প্রথম একাদশে জায়গা পাবেন, এটা ছ’ মাস আগেও ভাবতে পারতেন না রাচিন। কিন্তু এখন কিউয়ি টিমে দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন রাচিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাচিনের ৪২ রান সেমিফাইনালের পথে নিউজিল্যান্ডকে এক কদম এগিয়ে দেয়। ভারতের মাঠে, বিশেষ করে বেঙ্গালুরুতে খেলে খুবই আনন্দ পেয়েছেন তিনি। যখনই মাঠে খেলছেন, শুনতে পাচ্ছেন দর্শকরা তাঁর নাম করে চিৎকার করছেন।

আরও পড়ুন

সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা              

সাম্প্রতিকতম

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন...

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ...

ভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০

খবর অনলাইন ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টি মর্মান্তিক ঘটনা ঘটাল মুম্বইয়ে। বিলবোর্ড ভেঙে পড়ে প্রাণ...

আরও পড়ুন

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...