Homeরাজ্যদঃ ২৪ পরগনাদাপুটে তৃণমূল নেতা খুনের ঘটনার মাঝেই বদলি হয়ে গেলেন জয়নগর থানার আইসি...

দাপুটে তৃণমূল নেতা খুনের ঘটনার মাঝেই বদলি হয়ে গেলেন জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃণমূল নেতা খুনের তদন্তের মাঝেই বদলি করা হল জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে। আর তাঁর জায়গায় শনিবার কাজে যোগ দিলেন পার্থসারথি পাল।

শুক্রবার সন্ধ্যায় রাকেশ চট্টোপাধ্যায়ের বদলির অর্ডার চলে আসে। তাঁকে বদলি করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। আর তাঁর জায়গায় জয়নগর থানার নতুন আইসি হিসেবে আনা হয় বারুইপুর ডিআইবি-র আইসি থেকে পার্থসারথি পালকে।

শনিবার জয়নগর থানার বিদায়ী আইসি নবনিযুক্ত জয়নগর থানার আইসি পার্থসারথি পালের হাতে দায়িত্বভার তুলে দেন। এই বদল নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল নেতা খুনের ঘটনার মাঝে হলেও এই বদলিটা রুটিন মাফিক বদলি বলেই বারুইপুর পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে।

শনিবার দায়িত্ব বুঝে নিয়ে নব নিযুক্ত আইসি পার্থসারথি পাল বিদায়ী আইসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার সাহায্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে চান বলে জানালেন। বিদায়ী আইসি-কে বিদায় জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেক মানুষই।

মাত্র এক বছর পাঁচ মাস আগে জয়নগর থানার দায়িত্বভার নিয়েছিলেন বাঁকুড়া থেকে জয়নগরে এসে। সামান্য এই সময়ের মধ্যে জয়নগরের মানুষের কাছে, নিজের সহকর্মীদের কাছে একজন ভালো মানুষের পরিচয় তুলে ধরেছিলেন রাকেশ চট্টোপাধ্যায়। তিনি এই কম সময়ের মধ্যে জয়নগর এলাকায় বেশ কিছু ভালো কাজ করেছেন বলে দাবি স্থানীয়দের। তাই বিদায় বেলায় জয়নগরের মানুষ আবার চায় তিনি আবার যেন ফিরে আসুন জয়নগর থানার দায়িত্ব নিয়ে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থল ও তাঁর সুস্থ জীবন কামনা করতে ভোলেনি জয়নগরের মানুষ।

প্রসঙ্গত, কালীপুজোর পরের দিন ভোর ৫টা নাগাদ স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন। দু’টি বাইকে করে পাঁচ জন দুষ্কৃতী আসে। এরপর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের। এরপর কয়েক ঘণ্টার মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘পুলিশের উপর আস্থা আছে’, দোষীদের কঠোর শাস্তি চান জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতার বাবা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।