Homeখবরদেশউদ্ধার অভিযানে ফের বাধা, উত্তরকাশীতে সাময়িক স্থগিত খননকাজ

উদ্ধার অভিযানে ফের বাধা, উত্তরকাশীতে সাময়িক স্থগিত খননকাজ

প্রকাশিত

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ধসে পড়া সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। তাঁদের বাইরে বের করে আনার কাজ দীর্ঘায়িত হচ্ছে ক্রমশ। বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যাতে আরেকটি বাধার সম্মুখীন হন উদ্ধারকারীরা। আরও একবার বন্ধ করা হয় খনন।

শুক্রবার সন্ধ্যায় মার্কিন ড্রিলিং মেশিনটি একটি ধাতব গার্ডারে আঘাত করে। এটাকেই উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত “সবচেয়ে বড়ো বাধা” বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বাধার ফলে ড্রিলিং বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে অপারেশন স্থগিত রাখা হয়। বিকল্প হিসেবে এখন উল্লম্ব ড্রিলিংয়ের কথা বিবেচনা করছেন উদ্ধারকারী দলের আধিকারিকরা। শীঘ্রই এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, উদ্ধারকাজে জড়িত সরকারি সংস্থাগুলো উল্লম্ব খননের প্রস্তুতি শুরু করেছে। ড্রিলিংয়ের জন্য ব্যবহৃত মেশিনটি সম্পূর্ণ ভাবে স্থাপন করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) ইতিমধ্যে উল্লম্ব ড্রিলিং সাইটে পৌঁছানোর জন্য রাস্তা তৈরি করেছে এবং প্ল্যাটফর্মটিকে শক্তিশালী করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে নিয়ে যাওয়া হবে।

এর আগের একটি সাংবাদিক বৈঠকে শীর্ষ আধিকারিকরা ঘোষণা করেছিলেন যে আটকে পড়া নির্মাণ শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য মাত্র ১০-১২ মিটার ড্রিলিং বাকি ছিল। সেসময় পর্যন্ত রেডারে পরবর্তী পাঁচ মিটারের মধ্যে কোনো উল্লেখযোগ্য ধাতব বাধার হদিশ মেলেনি। তবে, শুক্রবার সন্ধ্যায় বেশ কয়েক ঘণ্টা প্রযুক্তিগত সমস্যা থাকার পর খনন কাজ পুনরায় শুরু হওয়ার পরপরই বিপত্তি ঘটে। ধাতব গার্ডারে আঘাতের কারণে তুরপুনের মতো মেশিনটি সরিয়ে নেওয়া হয়। তারপর থেকেউ উদ্ধার কাজ আটকে রয়েছে।

প্রসঙ্গত, ড্রিলিং মেশিনটি এগিয়ে যাওয়ার পথে, স্টিলের পাইপের ৬ মিটার অংশগুলিকে একত্রে ঢালাই করে দেয়। সরু টানেলের ভিতরের দিকে সেগুলিকে ঠেলে দেওয়া হয়। এ ভাবেই এক বার ইস্পাতের ঢালু জায়গা তৈরি হয়ে গেলে, উদ্ধারকারীরা চাকাযুক্ত স্ট্রেচার ব্যবহার করে শ্রমিকদের নিরাপদে সদ্য নির্মিত টানেলের মধ্য দিয়ে সরিয়ে নিতে পারবেন। তবে, উদ্ধারকারী দল এখন মনে করছে, উদ্ধার অভিযানের জন্য মার্কিন মেশিনের ব্যবহার ততটা সহজ নয়।

বলে রাখা ভালো, ১৪ দিন হল সুড়ঙ্গে শ্রমিকরা আটকে রয়েছেন। গত ১২ নভেম্বর উত্তরকাশী থেকে জানকীচটির পথে বারকোটের কাছে সিলকিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ায় ৪১ জন শ্রমিক আটকে পড়েন। সে সময় থেকে তাঁদের উদ্ধারকাজ চলছে। আজ শনিবার তার চতুর্দশ দিন।

আরও পড়ুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সন্ধে নাগাদ উদ্ধারের আশা করেন প্রধানমন্ত্রীর অফিসের প্রাক্তন উপদেষ্টা 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...