Homeখবররাজ্যবৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

প্রকাশিত

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে, আগামীকাল (শুক্রবার) থেকেই বাংলায় হাওয়াবদলের পূর্বাভাস। এখন বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য তাপমাত্রা কমছে না। শুক্রবার থেকে উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা বাতাস ঢুকবে রাজ্যে।

ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবেই শীতের মুখে বাংলার আবহাওয়ায় পরিবর্তন এসেছে। তবে মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর বুধবার মিগজাউমের অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে বাংলায়। সে ক্ষেত্রে ডিসেম্বরের শীত আরও জোরদার হয়েও ফিরে আসতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার, দু’দিন বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বষ্টি হয়েছে। এর পরে ঘূর্ণিঝড়ের প্রভাবে একটি অক্ষরেখা তৈরি হতে পারে। যা বিস্তৃত হবে বাংলার উপর দিয়েই। তার জন্য বৃহস্পতি এবং শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় মিগজাউম। তার প্রভাব পড়েছে কয়েকশো কিলোমিটার দূরের বাংলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, মিগজাউমের প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে।

গত কয়েক দিন ধরেই রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১৫ ডিগ্রির আশপাশে। রাজধানী কলকাতার তাপমাত্রাও নেমেছিল ১৮ ডিগ্রির নীচে। কিন্তু বুধবার সেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় ঠেলে উঠেছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে অন্তত ৬ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, ৮ তারিখ শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তারপরই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১০ ডিসেম্বর থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। এখন আকাশ মেঘলা রয়েছে বলে তাপমাত্রা কমছে না। শুক্রবার থেকে উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা বাতাস ঢুকবে রাজ্যে। যার কারণে রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানে মনোরম আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুন: তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।