Homeখবরদেশজ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

প্রকাশিত

উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ জমির মালিকানা বিরোধ মামলায় মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। মালিকানা বিরোধের মামলাগুলিকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির দায়ের করা আবেদনগুলি খারিজ করে দিল বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের বেঞ্চ। পাশাপাশি, আগামী ছ’মাসের মধ্যে বারাণসী আদালতকে মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন বিচারপতি।

এলাহাবাদ হাইকোর্ট এ দিন বলেছে, একটি মামলার জন্য করা এএসআই (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) সমীক্ষা অন্য মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ট্রায়াল কোর্ট যদি মনে করে যে কোনো অংশের সমীক্ষা প্রয়োজন, তখনও এএসআইকে সমীক্ষা পরিচালনা করার নির্দেশ দিতে পারে আদালত।

২০২১ সালের ৮ এপ্রিল জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেয় বারাণসী আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (এআইএমসি) এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। এ দিন হাইকোর্টের এই সিদ্ধান্তের পর মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৮ ডিসেম্বর উভয়পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাবের পর রায় সংরক্ষণ করেছিলেন বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল। হিন্দু আবেদনকারীদের দাবি, জ্ঞানবাপী মসজিদটি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে আগে একটি মন্দির ছিল। জ্ঞানবাপী মসজিদটি সেই মন্দিরের একটি অংশ। তবে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (এআইএমসি) এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ১৯৯১ সালের উপাসনার স্থান আইন বজায় রাখার পক্ষে। দীর্ঘসময় আগে দায়ের হওয়া একটি মামলায় ছয় মাসের মধ্যে বারাণসী আদালতকে শুনানি শেষ করতে বলেছে হাইকোর্ট।

আদালত এ দিন জানায়, “মসজিদ চত্বরে একটি মুসলিম চরিত্র বা হিন্দু চরিত্র থাকতে পারে। স্বাভাবিক ভাবে এই পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। মামলাটি দেশের দু’টি প্রধান সম্প্রদায়কে প্রভাবিত করে… আমরা ট্রায়াল কোর্টকে ছ’মাসের মধ্যে মামলার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিচ্ছি”।

আরও পড়ুন: এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।