Homeরাজ্যদঃ ২৪ পরগনারেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, উত্তপ্ত সন্দেশখালি

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, উত্তপ্ত সন্দেশখালি

প্রকাশিত

কলকাতা:‌ রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা। শুক্রবার সকালে ইডি হানা দিয়েছিল সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে। ইডি-কে বাধা দিতে তুমুল বিক্ষোভ দেখান নেতার অনুগামীদের।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া মেলেনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

সেই সময়েই বেশ কয়েক জন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইডি-কে বাধা দিতে শুরু হয় ধাক্কাধাক্কি। প্রাণভয়ে এলাকা ছাড়েন আধিকারিকরা।

ঘটনায় প্রকাশ, ইডি-র গাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর। ইট-বাঁশের আঘাতে মাথা ফাটে দুই কর্তার। ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দুটি গাড়িতেও। গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তায় পড়ে পড়ে থাকা কাচের টুকরোয় পা কেটেছে কয়েকজনের। গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত সন্দেশখালির সরবেরিয়া এলাকা।

অভিযোগ, রীতিমতো ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। বাইক, অটোয় চেপে এলাকা ছাড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। ভাঙচুর করা হয় ক্যামেরা। ইডি এলাকা ছাড়ার পরও উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী।

আরও পড়ুন: দেড় দিনেই শেষ টেস্ট, প্রথম এশীয় দল হিসেবে কেপটাউনে জয় ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।