Homeখেলাধুলোক্রিকেটদেড় দিনেই শেষ টেস্ট, প্রথম এশীয় দল হিসেবে কেপটাউনে জয় ভারতের

দেড় দিনেই শেষ টেস্ট, প্রথম এশীয় দল হিসেবে কেপটাউনে জয় ভারতের

প্রকাশিত

ভারত: ১৫৩ (কোহলি ৪৬, রোহিত ৩৯, এনগিডি ৩-৩০, রাবাদা ৩-৩৮, বার্গার ৩-৪২) ও ৮০-৩ (জয়সোয়াল ২৮, ইয়ানসেন ১-১৫)

সাউথ আফ্রিকা: ৫৫ (ভেরিনে ১৫, সিরাজ ৬-১৫) ও ১৭৬ ( মার্করাম ১০৬, বুমরাহ ৬-৬১)

কেপটাউন: দুটি কারণে কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় স্মরণীয় হয়ে থাকল। প্রথমত, দেড় দিনের মধ্যে মাত্র ১০৭ ওভারে ফয়সালা হয়ে গেল টেস্টের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত কম ওভারে কোনো ম্যাচের ফল নির্ধারিত হয়নি। আর দ্বিতীয় কারণ, এই প্রথম কোনো এশীয় দেশ কেপটাউনের মাটিতে টেস্ট ম্যাচ জিতল।

কেপটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ভারত জিতল ৭ উইকেটে। ভারতের এই জয়ের ফলে দু’ ম্যাচের টেস্ট সিরিজের ফল ১-১ হল। প্রথম টেস্টে সাউথ আফ্রিকা এক ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়েছিল।

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে যেমন ভারতের মোহম্মদ সিরাজ যেমন খেল দেখিয়েছিলেন ১৫ রানে ছ’ উইকেট দখল করে, তেমনই সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে খেল দেখালেন জসপ্রীত বুমরাহ। ৬১ রান দিয়ে ৭ উইকেট দখল করে বুমরাহ ভারতের ৭ উইকেটে জয়ের পথ প্রশস্ত করেন।

মূলত বুমরাহের বোলিং-এর দৌলতে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকাকে ১৭৬ রানে বেঁধে রাখে ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৭৯ রান। মধ্যাহ্নভোজনের পর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারত দ্বিতীয় ইনিংসে তুলে নেয় ৩ উইকেটে ৮০ রান। জয়ের প্রয়োজনীয় রান তুলতে গিয়ে ভারত হারায় তিন ব্যাটারকে – যশ্বসী জয়সোয়াল (২৩ বলে ২৮ রান), শুবমান গিল (১১ বলে ১০ রান) এবং বিরাট কোহলি (১১ বলে ১২ রান)। নট আউট থাকেন অধিনায়ক রোহিত শর্মা (২২ বলে ১৬ রান) এবং শ্রেয়স আইয়ার (৬ বলে ৪ রান)। সাউথ আফ্রিকার তিন বোলার কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেন ৩টি উইকেট ভাগাভাগি করে নেন।

টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৬২ রান হাতে নিয়ে খেলা শুরু করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসের বীভৎস পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি কিছুটা সামাল দেয় তারা। কিন্তু দ্বিতীয় দিন খেলা শুরু হতেই ফের নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে সাউথ আফ্রিকার। একমাত্র আইডেন মার্করাম ছাড়া কোনো ব্যাটারই ভারতের বোলার বুমরাহের মোকাবিলা করতে পারেননি। এ দিন সাউথ আফ্রিকার যে ৭টি উইকেট পড়ে, তার ৬টিই তুলে নেন বুমরাহ। তবে এ দিন বলার মতো ঘটনা হল এই পরিস্থিতিতেও সাউথ আফ্রিকার আইডেন মার্করামের সেঞ্চুরি। দলের ১৭৬ রানের মধ্যে ১০৬ রানই করেন মার্করাম। মাত্র ১০৩ বলে এই রান করেন তিনি।

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসের ১৫ রানে ৬ উইকেট দখল করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন মোহম্মদ সিরাজ।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে! পাকিস্তানের সঙ্গে কবে

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...