Homeখবরদেশরাহুলের 'ন্যায় যাত্রা'র শুরুর দিনেই কংগ্রেস ছাড়ার ঘোষণা মিলিন্দ দেওরার

রাহুলের ‘ন্যায় যাত্রা’র শুরুর দিনেই কংগ্রেস ছাড়ার ঘোষণা মিলিন্দ দেওরার

প্রকাশিত

মুম্বই: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু শনিবার। এ দিনই দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের অন্যতম কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পোস্টের মাধ্যমে কংগ্রেস ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিলিন্দ দেওরা। যেখানে তিনি লেখেন, “আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হল।”

কংগ্রেসের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক দেওরার। সোশ্য়াল মিডিয়ায় তিনি আরও লেখেন, “আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি, দলের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের অবসান ঘটল। আমাকে দীর্ঘ দিন ধরে সমর্থন করে আসা সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।”

এই ঘোষণার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেওরা বলেন, “আমি উন্নয়নের পথ ধরে হাঁটছি।” শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেবেন তিনি। তবে, নিজে থেকেই এ ধরনের খবরকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা।

প্রবীণ রাজনীতিবিদ মুরলি দেওরার ছেলে মিলিন্দ। বোস্টন বিশ্ববিদ্যালয়ের কোয়েস্ট্রম স্কুল অফ বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়বন্তীবেন মেহতাকে দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করার পরে মুম্বাই দক্ষিণ লোকসভা আসন থেকে সংসদ সদস্য হন। ২০১১ সালে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী করা হয়। এ ছাড়া ২০১২ সালের অক্টোবরে তিনি নৌ-পরিবহণ প্রতিমন্ত্রীর দায়িত্বও নেন। উল্লেখযোগ্য ভাবে, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরুর ঠিক আগে দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।

আরও পড়ুন: জল্পনার অবসান! খড়্গেকে চেয়ারপার্সন করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’

সাম্প্রতিকতম

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

খবর অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয়...

সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য, কী আছে ওই ভিডিয়োয়

কলকাতা: সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ মিথ্যা, ভুয়ো। শনিবার সকালে ভাইরাল হওয়া ভিডিয়োতে এমনই...

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

অজন্তা চৌধুরী বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি...

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...