মুম্বই: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু শনিবার। এ দিনই দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের অন্যতম কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পোস্টের মাধ্যমে কংগ্রেস ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিলিন্দ দেওরা। যেখানে তিনি লেখেন, “আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হল।”
কংগ্রেসের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক দেওরার। সোশ্য়াল মিডিয়ায় তিনি আরও লেখেন, “আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি, দলের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের অবসান ঘটল। আমাকে দীর্ঘ দিন ধরে সমর্থন করে আসা সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।”
এই ঘোষণার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেওরা বলেন, “আমি উন্নয়নের পথ ধরে হাঁটছি।” শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেবেন তিনি। তবে, নিজে থেকেই এ ধরনের খবরকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা।
প্রবীণ রাজনীতিবিদ মুরলি দেওরার ছেলে মিলিন্দ। বোস্টন বিশ্ববিদ্যালয়ের কোয়েস্ট্রম স্কুল অফ বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়বন্তীবেন মেহতাকে দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করার পরে মুম্বাই দক্ষিণ লোকসভা আসন থেকে সংসদ সদস্য হন। ২০১১ সালে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী করা হয়। এ ছাড়া ২০১২ সালের অক্টোবরে তিনি নৌ-পরিবহণ প্রতিমন্ত্রীর দায়িত্বও নেন। উল্লেখযোগ্য ভাবে, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরুর ঠিক আগে দল ছাড়ার ঘোষণা করলেন মুম্বইয়ের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।
আরও পড়ুন: জল্পনার অবসান! খড়্গেকে চেয়ারপার্সন করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’