Homeখবরদেশলোকসভার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী

লোকসভার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী

প্রকাশিত

নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। শুক্রবার প্রকাশিত এই প্রার্থীতালিকায় নাম রয়েছে ৩৯ জনের। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী, ভূপেশ বাঘেল, শশী তারুর, কেসি বেণুগোপাল প্রমুখ।

দক্ষিণ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির পাশাপাশি, কংগ্রেস ছত্তীসগঢ়ের আধ ডজন আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে তাদের তুলনামূলক ভাবে ভালো সম্ভাবনা রয়েছে। এই তালিকায় ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, সিনিয়র নেতা শশী তারুর, কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল এবং ছত্তীসগঢ়ের নেতা তাম্রধ্বজ সাহু এবং জ্যোৎস্না মহন্ত-সহ অনেক হেভিওয়েটই ঠাঁই পেয়েছেন।

উল্লেখযোগ্য ভাবে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো বড় রাজ্য থেকে কোনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। বিশেষ করে অমেঠি, রায়বরেলি-সহ অনেক আসনের বিষয়ে এখনও কোনও ইঙ্গিত নেই। রাহুল গান্ধীর কেরলের ওয়েনাড় থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সামান্য সন্দেহ ছিল। যা এ দিন প্রশমিত হল। কংগ্রেসের প্রথম তালিকায়, কেরল থেকে সর্বাধিক ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাহুল-সহ সমস্ত বর্তমান সাংসদকে মাঠে নামিয়েছে কংগ্রেস।

টানা চতুর্থ বারের জন্য সংসদে পৌঁছতে তিরুঅনন্তপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শশী তারুর। এদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সিনিয়র নেতাদের একটি স্পষ্ট বার্তা দিতে, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল নিজেই আলাপুঝা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কর্নাটকের ২৮টি আসনের মধ্যে সাতটির জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। যার মধ্যে মান্ডিয়ায় চলচ্চিত্র তারকা ভেঙ্কটারামেগৌড়া ওরফে চন্দ্রু, হাসান থেকে শ্রেয়স পটেল এবং তুমকুর থেকে এসপি মুধানেগৌড়াকে প্রার্থী করা হয়েছে।

প্রথম তালিকায় ছত্তীসগঢ়ের ১১টি আসনের মধ্যে ছয়টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তেলঙ্গনার ১৭টির মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে যাতে রাজ্যের প্রভাবশালী নেতাদের প্রার্থী করা হয়েছে। লাক্ষাদ্বীপের একমাত্র আসনে প্রার্থী হয়েছেন মোহাম্মদ হামিদুল্লাহ সৈয়দ এবং ত্রিপুরা পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন আশিস কুমার সাহা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিনসেন্ট পালাকে শিলং (তফসিলি) এবং তুরা (তফসিলি‌) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালেং এস সাংমা আর গোপাল ছেত্রী সিকিমের একমাত্র আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: ‘বিচার হবেই’, গ্রেফতারের পর এই প্রথম বার মুখ খুললেন শাহজাহান শেখ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।