Homeখবররাজ্য'বিচার হবেই’, গ্রেফতারের পর এই প্রথম বার মুখ খুললেন শাহজাহান শেখ

‘বিচার হবেই’, গ্রেফতারের পর এই প্রথম বার মুখ খুললেন শাহজাহান শেখ

প্রকাশিত

কলকাতা: শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে বের করে নিয়ে যাওয়া হয় শাহজাহান শেখ। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে উত্তর দেন তিনি। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে আচমকা ছুড়ে দিলেন কয়েকটা কথা।

৫৬ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান। গ্রেফতারের দিন আদালতে তোলা হয় শাহজাহানকে। শুনানি শেষে বেরিয়ে আসার সময় বসিরহাট আদালত চত্বরে শুধুমাত্র ইশারা করতে দেখা গিয়েছিল তাঁকে। তর্জনী উঁচিয়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন।

তবে বুধবার সন্ধেয় সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকেই অবশ্য তাঁর শরীরী ভাষা আমূল বদলে যায়। পরনেও কুর্তা-পাজামার বদলে টি শার্ট। হাঁটাচলাতেও পুরোনো দাপট আর নজরে পড়েনি। এ দিন যখন তাঁকে নিজাম প্য়ালেস থেকে জোকা-র ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিবিআই, তখন সংবাদমাধ্যমকে দেখে প্রথম বার মুখ খুললেন তিনি।

মেডিক্যাল পরীক্ষার জন্য রওনা হওয়ার আগে এ দিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ? এর উত্তরে শাহজাহান বলেন, “সব মিথ্যা, সব মিথ্যা।” আরও বললেন, “প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে।”

উল্লেখ্য, এ দিন সকাল থেকে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তালা ভেঙে তাঁর বাড়িতে ঢুকেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দেশখালির ‘শেখ শাহজাহান মার্কেটে’ শাহজাহানের অফিসে ঢুকেছে সিবিআই। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ১০০ টাকা দাম কমল!

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...