Homeখবররাজ্যস্থগিতাদেশ নয়, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের

স্থগিতাদেশ নয়, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: বেআইনি বহুতল ভেঙে রাতারাতি প্রাণ গিয়েছে ৯ জনের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দিলেন, “মানুষের জীবন আগে, বেআইনি নির্মাণ ভাঙা আটকাব না”।

গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার পর বেআইনি নির্মাণের বিষয়ে কড়া কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সাফ জানিয়ে দেওয়া হল, বেআইনিভাবে নির্মীত হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নয়।

বেআইনি নির্মাণ ভাঙার উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না বলে এ দিন জানান বিচারপতি অমৃতা সিংহ। তিনি বলেন, “বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে”।

এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, এমনই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি। কারণ হিসেবে তিনি বলেন, “কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করবে না।’’

রবিবার রাত ১২টা নাগাদ গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানে আচমকা ভেঙে পড়ে নির্মীয়মাণ পাঁচতলা একটি বাড়ি। সোমবার সন্ধ্যায় বিপর্যয়ের বলি গিয়ে দাঁড়ায় ৯ জনে। মুহূর্তে ধ্বংসস্তূপে চাপা পড়ে যান বাসিন্দারা। নির্মীয়মাণ বহুতলটিতে থাকা ঠিকা নির্মাণ শ্রমিকরা বেরিয়ে আসতে পারেননি। সোমবার পর্য়ন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে তিন শিশু-সহ ১২ জনকে। রাত প্রায় ৯টা অবধি উদ্ধারকার্য চালায় এনডিআরএফ। সব মিলিয়ে আহতের সংখ্যা ১৭। তাঁদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। তিনজন আশঙ্কাজনক।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।