Homeখবররাজ্যজোট অধরা, একে অন্যকে দুষছে বাম-আইএসএফ

জোট অধরা, একে অন্যকে দুষছে বাম-আইএসএফ

প্রকাশিত

কলকাতা: আইএসএফের সঙ্গে বামেদের লোকসভায় আসন সমঝোতা ভেস্তে গিয়েছে। জোটের ব্যাপারে আইএসএফের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার নতুন করে পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে নওশাদ সিদ্দিকিদের কাঠগড়ায় তুলে বিমান বলেন, “এই জোটের ব্যাপারে আন্তরিকতা ছিল কিনা বুঝতে পারছি না।”

আইএসএফের সঙ্গে বামেদের লোকসভায় আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় হতাশ হতাশ আইএসএফের অনেক কর্মীও। এ জন্য বামেদেরই তাঁরা দুষছেন। বামেরা অবশ্য তা মানেনি। বিমান বলেন, “তারা গতকাল বলেছে আসন সমঝোতা করে জোট হল না, এর দায় বর্তায় বামেদের উপর। কী করে বামেদের দায়িত্ব আসে! এমনও হয়েছে আলোচনা আছে ৪টের সময়, আর এসেছে ৫টায়। এই জোটের ব্যাপারে আন্তরিকতা ছিল কিনা বুঝতে পারছি না। আমরা দায়ী নই।”

গত ২০২১ বিধানসভা ভোটে রাজ্যে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। যাতে বামফ্রন্ট এবং কংগ্রেস ছাড়াও ছিল আইএসএফ। গত কয়েকটি নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে ভাল ফল করেছিল আইএসএফ। বামেদের সঙ্গে জোট করেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভাঙড়ে জেতে আইএসএফ। গত বছর পঞ্চায়েত নির্বাচনেও বামেদের সঙ্গে জোট করে বেশ কিছু আসন জিতে নেয় আইএসএফ। কর্মীদের মতে, এ বারেও জোট হলে সার্বিক ভাবে ফলাফল ভাল হতো। দলের নিচুতলার কর্মীরাও জোটের অপেক্ষাতেই ছিলেন।

তবে এ বারের লোকসভা ভোটে সেই জোটে এবার ইতি পড়ল বলেই ধরে নেওয়া যেতে পারে। কয়েক দিন ধরেই বামেদের সঙ্গেই টানা আলাপ-আলোচনা দেখা গিয়েছে আইএসএফের। অন্য দিকে, কিছুটা দূরত্ব রেখে চলতে দেখা গিয়েছে কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সরাসরি জানিয়ে দিয়েছিলেন, “ওদের সঙ্গে আমাদের খুব একটা কথা হতো না। হতো তো বামেদের।”

এ দিকে, জোট নিয়ে বাম-কংগ্রেসকে দুষেছিলেন নওশাদ সিদ্দিকি। বলেছিলেন, জোট নিয়ে বামফ্রন্ট-কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু, দেখছি শুধু সময়টা শেষ হচ্ছে। টাইম কিল হচ্ছে। সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। বামফ্রন্ট চেয়ারম্যান অবশ্য় এই অভিযোগ মানতে নারাজ। তিনি কোনো রাখঢাক না করেই জানান, একাধিকবার আসন সমঝোতা নিয়ে কথা বলার জন্য ডাকা হলেও আইএসএফ নেতৃত্ব আসেননি। এলেও সময়ে আসেননি। শুধু কি তাই, ঘুরিয়ে নওশাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।