Homeখেলাধুলোফুটবল১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে এসেছিল বিরল সম্মান। এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) যুব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে দিনের ভারতীয় যুব ফুটবল দলকে মঙ্গলবার কলকাতায় সংবর্ধনা জানানো হল। সংবর্ধনা জানালেন এআইএফএফ-এর (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

এ দিন এক মিডিয়া সম্মেলনে ওই যুব দলের ছয় ফুটবলারের হাতে স্মারক তুলে দিলেন কল্যাণবাবু। যাঁরা স্মারক গ্রহণ করলেন তাঁরা হলেন সে দিনের যুব দলের অধিনায়ক শাবির আলি, সি সি জ্যাকব, দিলীপ পালিত, শিশির গুহ দস্তিদার, রণজিৎ দাস (গোবিন্দ) এবং এস পি কুমার।

সে দিনের সেই যুব দলের কোচ ছিলেন অরুণ ঘোষ। অসুস্থতার জন্য তিনি এই মিডিয়া সম্মেলনে আসতে পারেননি। তাঁর হয়ে তাঁর স্মারকটি গ্রহণ করলেন তাঁর জামাতা। ওই অনুষ্ঠানে আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সেক্রেটারি অনির্বাণ দত্তও উপস্থিত ছিলেন।

মিডিয়া সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে সে দিনের সেই সাফল্যের কথা স্মরণ করেন কল্যাণবাবু। ১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারত ও ইরান। ব্যাংককে অনুষ্ঠিত ওই ম্যাচে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। ভারত এবং ইরান যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।

শাবির আলির হাতে স্মারক তুলে দিচ্ছেন কল্যাণ চৌবে। ছবি: সঞ্জয় হাজরা।

কল্যাণবাবু বলেন, “আমি যে দিন থেকে আমার ফুটবল-জার্নি শুরু করেছি, সে দিন থেকেই ভারতীয় ফুটবলের সোনার দশক সত্তরের দশকের কথা শুনেছি। আমরা যাতে ১৯৭৪ সালের ৩০ এপ্রিল দিনটির ৫০তম বার্ষিকী পালন করতে পারি তার জন্য ওই দিনটির কথা মনে করিয়ে দিয়েছেন শাবিরদা। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।

পাঁচ দশক আগে যাঁরা ভারতের হয়ে সম্মান এনে দিয়েছিলেন তাঁদের সংবর্ধনা দিতে এআইএফএফ এবং তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যে চেষ্টা করেছেন তার জন্য ১৯৭৪-এর দলের অধিনায়ক শাবির আলি তাঁদের ধন্যবাদ দেন। তিনি বলেন, “ভারতের কাছে একটা মনে রাখার মতো টুর্নামেন্ট ছিল সেটা। টানা ছ’টা ম্যাচে ভারত অপরাজিত ছিল। প্রায় সকলের কাছেই ট্রফি জেতার ব্যাপারে ফেভারিট ছিল ইরান। সেই ভারত সে দিন ইরানকে হারাতে দেয়নি।

“আমরা এমন একটা টিম ছিলাম যারা জেতার জন্য বদ্ধপরিকর। আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছেছিলাম। অরুণ ঘোষ আর আবদুর সালামের তত্ত্বাবধানে আমরা ছিলাম একটা সঙ্ঘবদ্ধ দল। ব্যাংকক যাওয়ার আগে ওঁরা প্রায় একমাস পাটিয়ালায় আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এআইএফএফ যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে বর্তমান প্রজন্ম আমাদের সে দিনের খেলা সম্পর্কে জানতে পারবে। এতে আমি অত্যন্ত খুশি”, বলেন শাবির আলি।

আরও পড়ুন    

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...