Homeখবরদেশকানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

প্রকাশিত

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় ‘ইন্ডিয়া’ জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা হয়। এক ব্যক্তি তাঁকে মালা পরানোর অজুহাতে চড় মারেন। শুধু তাই নয়, কানহাইয়া কুমারের গায়েও কালি ছোড়া হয়। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত হামলাকারী একটি ভিডিও প্রকাশ করে নিজের উদ্দেশ্যকে সফল বলে অভিহিত করে বলেন, ‘আমরা একটা শিক্ষা দিতে পেরেছি।’

কানহাইয়া কুমারের উপর হামলাকারী প্রধান অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সাম্প্রদায়িক পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। কানহাইয়া কুমারের ওপর হামলার পর হামলাকারী নিজের সঙ্গীর সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করে। তিনি বলেন, “কানহাইয়া কুমার, যিনি ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে, আফজল, আমরা লজ্জিত, তোমার খুনি বেঁচে আছে’-র মতো স্লোগান তুলেছিলেন, আমরা দু’জনেই তাঁকে চড় মেরে জবাব দিয়েছি।”

হামলার ঘটনায় মূল অভিযুক্ত দক্ষ চৌধুরী আরও বলেন, “যতদিন আমাদের মতো সনাতনীরা বেঁচে থাকবে, ততদিন কেউ ভারতকে টুকরো টুকরো করতে পারবে না”। এই সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তি বলেন, “আমরা তাঁকে (কানহাইয়া কুমার) দিল্লিতে ঢুকতে দেব না। সে ভারতীয় সেনাদের ধর্ষক বলে।” দক্ষ চৌধুরী বলেন, “খুব ভালো ট্রিটমেন্ট, যা বলা হয়েছে তাই হয়েছে”।

ভিডিয়োর শেষ অংশে, উভয় অভিযুক্তকেই “ভারত মাতা কি জয়”, “ভারতীয় সেনা জিন্দাবাদ”, “গোমাতা কি জয়” এবং “জয় শ্রী রাম” স্লোগান দিতে শোনা যায়।

প্রসঙ্গত, কানহাইয়া কুমারের উপর হামলার পর কংগ্রেস লাগাতার বিজেপিকে নিশানা করছে। কংগ্রেস নেতারা বলছেন যে হামলাকারী কয়েকজন বিজেপি নেতার সঙ্গে সম্পর্কিত এবং বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁর ছবিও দেখা গেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।