Homeখবরদেশ'অগ্নিবাণ' রকেটে কী এমন আছে, কেন এর সফল উৎক্ষেপণকে একটি মাইলফলক বলে...

‘অগ্নিবাণ’ রকেটে কী এমন আছে, কেন এর সফল উৎক্ষেপণকে একটি মাইলফলক বলে অভিহিত করছে ইসরো

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার নিজের প্রথম রকেট অগ্নিবাণ-এর সফল পরীক্ষা করেছে স্পেস স্টার্টআপ অগ্নিকুল কসমস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্ট-আপ অগ্নিকুল কসমসকে তাদের এই সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছে। ইসরো এই উৎক্ষেপণকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক বলে বর্ণনা করেছে।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC SHAR) থেকে অগ্নিবাণ রকেট সফলভাবে উৎক্ষেপণ করে অগ্নিকুল কসমস। তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও ইসরো।

স্পেস স্টার্টআপ অগ্নিকুল কসমস মঙ্গলবার নিজেরাই রকেট পরীক্ষা করতে যাচ্ছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত কারণে, উৎক্ষেপণের ঠিক আগে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার রকেটটি পরীক্ষা করার কথা থাকলেও উৎক্ষেপণের মাত্র ৫ সেকেন্ড আগে সেই সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়।

অগ্নিকুল কসমসের এই রকেটটি হল সিঙ্গল স্টেজের রকেট। এর ইঞ্জিন সম্পূর্ণ থ্রিডি প্রিন্টেড। এটি একটি সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন, যা ৬ কিলোনিউটন শক্তি উৎপন্ন করে। ইসরো এই রকেট উৎক্ষেপণে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছে। শ্রীহরিকোটায় একটি ছোট লঞ্চ প্যাড তৈরি করেছে ইসরো। যা অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।

প্রবীণ ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা এই মাদ্রাজ-ভিত্তিক স্টার্টআপ অগ্নিকুল কসমস-এ বিনিয়োগ করেছেন। একউ সঙ্গে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় বিনিয়োগকারী নৌ রবিকান্ত এবং বালাজি শ্রীনিবাসনও এই কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সবমিলিয়ে দেশের বেসরকারি মহাকাশ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে অগ্নিকুল কসমস নিয়ে বড় বাজি ধরা হয়েছে। এই সংস্থারই প্রথম রকেট আজ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: শেষ দফা ভোটের আগেই আবার সিএএ শংসাপত্র দেবে কেন্দ্র, এবার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।