Homeখবররাজ্যভোট আপডেট ১: ভাঙড়ে সংঘর্ষ, মিঠুনকে ঘিরে 'চোর' স্লোগান বেলগাছিয়ায়

ভোট আপডেট ১: ভাঙড়ে সংঘর্ষ, মিঠুনকে ঘিরে ‘চোর’ স্লোগান বেলগাছিয়ায়

প্রকাশিত

লোকসভা নির্বাচনের শেষ পর্বে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। সকাল সাড়ে নটা পর্যন্ত ভোটের সব আপডেট জেনে নিন। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত দেশের ৫৭টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ১১.৩১ শতাংশ। 

মিঠুন চক্রবর্তীকে ঘিরে ‘চোর স্লোগান’

উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/২৪৮ নম্বর বুথে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন চক্রবর্তী। তবে ভোট দিয়ে বের হওয়ার পরই তৃণমূল কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ‘চোর চোর’ স্লোগানে দেওয়া হতে থাকে। তবে মিঠুন এতে কোনও প্রতিক্রিয়া দেননি।

জয়নগরে জলে ইভিএম 

জয়নগরের মেরিগঞ্জে ইভিএম জলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল বলেন, ‘‘ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।’’ বিপরীতে, বিজেপি প্রার্থী অশোক কান্ডারি দাবি করেন, ‘‘৪০ এবং ৪১ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি শাসকদল তৃণমূল। ক্ষুব্ধ গ্রামবাসীরা, বিশেষত মহিলারা, একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেন।’’

আটকৃষ্ণ রামপুরে ভুয়ো এজেন্ট বিতর্ক

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথে ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। এর পরেই সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ওই এজেন্ট। প্রতীক-উরের অভিযোগ, ভুয়ো এজেন্টটি আসলে স্থানীয় তৃণমূল নেতা।

সায়রা শাহ হালিমের এজেন্টের উপর হামলার অভিযোগ

কলকাতার দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয় ১২৭ নম্বর ওয়ার্ডে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। কৌস্তভ সেখানে পৌঁছালে তাঁর উপর হামলা করা হয়, যার ফলে তাঁর মাথায় আঘাত লাগে।

বসিরহাটে বিজেপি এজেন্টের উপর হামলা

বসিরহাটের ৬৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর ২ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

ভাঙড়ে সংঘর্ষ

ভাঙড়ের ফুলবাড়িতে বুথে এজেন্ট বসানোর সময় আইএসএফ কর্মীদের উপর তৃণমূল কর্মীদের আক্রমণের অভিযোগ উঠে এসেছে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত হয়।

সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। পুলিশকে তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।