Homeখবরবিদেশলোকসভা ভোটে এনডিএ-ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াই, পাকিস্তান থেকে প্রথম প্রতিক্রিয়া

লোকসভা ভোটে এনডিএ-ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াই, পাকিস্তান থেকে প্রথম প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পর পাকিস্তানিদের মধ্যেও উদ্দীপনা যথেষ্ট। পাক তরুণদের একাংশের মতে, নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে চাঙ্গা করেছেন, তাতে তাঁর জয় নিশ্চিত ছিল। এতে অবাক হওয়ার কিছু নেই। এক পাকিস্তানি যুবক বলেছেন, “এটা ভারতের সৌভাগ্য যে মোদী সাহেবকে পেয়েছে, পাকিস্তানের অবস্থা খুবই খারাপ।”

এ বারের ভোটের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে। ১০ বছরের মেয়াদের পর ফের একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জল্পনা চলছে। পাকিস্তানের বিখ্যাত ইউটিউবার সানা আমজাদ এই বিষয়গুলো নিয়ে পাকিস্তানের জনগণের সঙ্গে কথা বলেছেন।

পাকিস্তানি ইউটিউবার দাবি করেছেন, এটা জেনে অবাক হবেন যে নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এটা তাঁর টানা তৃতীয় জয়। এই কথার রেশ ধরেই এক পাকিস্তানি যুবক বলেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, গত ১০ বছরে যিনি ভারতের মানচিত্র পাল্টে দিয়েছেন, জনগণ আবার তাঁকে নির্বাচিত করলে এটা ভালো। পাকিস্তানি যুবক আরও বলেন, আজ ভারত বিশ্বে আলোড়ন তৈরি করছে, এটা সম্ভব হয়েছে মোদীর কারণেই।

পাক যুবক বলেন, গত ৫-৬ মাসে পাকিস্তানের রুপির দাম কমেছে এবং ভারতের টাকার দাম বেড়েছে। আজ মোদী ভারতকে মাটি থেকে আকাশে নিয়ে গেছেন। বিশ্বের সব বড় কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। অটোমোবাইল সেক্টরে ভারত অনেক পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, বিশ্বের বড় বড় কোম্পানির সিইওরা ভারতের। এটা কোনো সাধারণ কাজ নয়, মোদী যদি এত কাজ করে থাকেন তাহলে এটা ভারতের জনগণের জন্য সৌভাগ্যের ব্যাপার।

যদিও এ দেশের রাজনৈতিক ছবি বলছে বিষয়টা এত সহজ-সরল সমীকরণে আবদ্ধ নয়। ভোটের ফলাফল থেকেই স্পষ্ট ক্রমশ ফিকে মোদি ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অনেক আগেই আটকে গিয়েছে বিজেপি। তৃতীয়বার সরকার গড়তে এ বার ভরসা শরিকরা দল। আজ, বুধবার বৈঠকে বসছে এনডিএ।

আরও পড়ুন: অভিষেকের জয়ে শুভেন্দুর ‘বিপর্যয়’! তৃণমূলের কোন অস্ত্রে বাংলায় ঘায়েল বিজেপি?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।