Home খবর বিদেশ লোকসভা ভোটে এনডিএ-ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াই, পাকিস্তান থেকে প্রথম প্রতিক্রিয়া

লোকসভা ভোটে এনডিএ-ইন্ডিয়া হাড্ডাহাড্ডি লড়াই, পাকিস্তান থেকে প্রথম প্রতিক্রিয়া

নয়াদিল্লি: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পর পাকিস্তানিদের মধ্যেও উদ্দীপনা যথেষ্ট। পাক তরুণদের একাংশের মতে, নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে চাঙ্গা করেছেন, তাতে তাঁর জয় নিশ্চিত ছিল। এতে অবাক হওয়ার কিছু নেই। এক পাকিস্তানি যুবক বলেছেন, “এটা ভারতের সৌভাগ্য যে মোদী সাহেবকে পেয়েছে, পাকিস্তানের অবস্থা খুবই খারাপ।”

এ বারের ভোটের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে। ১০ বছরের মেয়াদের পর ফের একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জল্পনা চলছে। পাকিস্তানের বিখ্যাত ইউটিউবার সানা আমজাদ এই বিষয়গুলো নিয়ে পাকিস্তানের জনগণের সঙ্গে কথা বলেছেন।

পাকিস্তানি ইউটিউবার দাবি করেছেন, এটা জেনে অবাক হবেন যে নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এটা তাঁর টানা তৃতীয় জয়। এই কথার রেশ ধরেই এক পাকিস্তানি যুবক বলেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, গত ১০ বছরে যিনি ভারতের মানচিত্র পাল্টে দিয়েছেন, জনগণ আবার তাঁকে নির্বাচিত করলে এটা ভালো। পাকিস্তানি যুবক আরও বলেন, আজ ভারত বিশ্বে আলোড়ন তৈরি করছে, এটা সম্ভব হয়েছে মোদীর কারণেই।

পাক যুবক বলেন, গত ৫-৬ মাসে পাকিস্তানের রুপির দাম কমেছে এবং ভারতের টাকার দাম বেড়েছে। আজ মোদী ভারতকে মাটি থেকে আকাশে নিয়ে গেছেন। বিশ্বের সব বড় কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। অটোমোবাইল সেক্টরে ভারত অনেক পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে গেছে, বিশ্বের বড় বড় কোম্পানির সিইওরা ভারতের। এটা কোনো সাধারণ কাজ নয়, মোদী যদি এত কাজ করে থাকেন তাহলে এটা ভারতের জনগণের জন্য সৌভাগ্যের ব্যাপার।

যদিও এ দেশের রাজনৈতিক ছবি বলছে বিষয়টা এত সহজ-সরল সমীকরণে আবদ্ধ নয়। ভোটের ফলাফল থেকেই স্পষ্ট ক্রমশ ফিকে মোদি ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অনেক আগেই আটকে গিয়েছে বিজেপি। তৃতীয়বার সরকার গড়তে এ বার ভরসা শরিকরা দল। আজ, বুধবার বৈঠকে বসছে এনডিএ।

আরও পড়ুন: অভিষেকের জয়ে শুভেন্দুর ‘বিপর্যয়’! তৃণমূলের কোন অস্ত্রে বাংলায় ঘায়েল বিজেপি?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version