Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল উগান্ডা  

প্রকাশিত

পাপুয়া নিউ গিনি (পিএনজি): ৭৭ (১৯.১ ওভার) (হিরি হিরি ১৫, ফ্রাঙ্ক এনসুবাগা ২-৪, জুমা মিয়াগি ২-১০)

উগান্ডা: ৭৮-৭ (১৮.২ ওভার) (রিয়াজত আলি শাহ ৩৩, আলেই নাও ২-১৬, নর্মান ভানুয়া ২-১৯)

খবর অনলাইন ডেস্ক: বিশ্বকাপে প্রথম জেতার লড়াই ছিল দু’ দলেরই। শেষ পর্যন্ত শেষ হাসি হাসল উগান্ডা। ইনিংসের শুরুতেই বিধ্বস্ত হয়ে গেলেও রিয়াজত আলি শাহের ব্যাটে ভর করে তারা জয় ছিনিয়ে নিল পাপুয়া নিউ গিনির (পিএনজি) কাছ থেকে। অত্যন্ত কম স্কোরের ম্যাচে উগান্ডা ৩ উইকেটে হারাল পিএনজি-কে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর সম্মান পেলেন রিয়াজত আলি শাহ।

মাত্র ৩ জনের রান দু’ অঙ্কের  

বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৫টায় (স্থানীয় সময় বুধবার সন্ধে সাড়ে ৭টা) গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে পিএনজি-কে ব্যাট করতে পাঠায়। এবং উগান্ডা প্রমাণ করে সিদ্ধান্ত সঠিক ছিল। নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় পিএনজি। উগান্ডার বোলারদের বিরুদ্ধে তাদের কোনো ব্যাটারই মাথা তুলে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রান আসে হিরি হিরির ব্যাট থেকে, ১৫। আর দু’জন দু’ অঙ্কের রানে পৌঁছোন লেগা সিয়াকা (১২) এবং কিপলিন দোরিগা।

পিএনজি-র উইকেটগুলি উগান্ডার বোলাররা প্রায় সমান ভাগে ভাগ করে নেন। সবচেয়ে সফল বোলার ফ্রাঙ্ক এনসুবাগা। তিনি ৪ ওভারে ৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। তাঁর ৪ ওভারে ২টি মেডেন ছিল। এ ছাড়াও জুমা মিয়াগি ১০ রান দিয়ে ২টি উইকেট দখল করে।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে জয়

কিন্তু সহজ লক্ষ্যমাত্রায় পৌঁছোতে উগান্ডারও যে কালঘাম ছুটে যাবে সেটা সেই দলের সমর্থকরা ভাবতেও পারেননি। পিএনজি-র বোলিং-এর দাপটে ২৬ রানের মধ্যে তাদের ৫টি উইকেট পড়ে যায়। জয়ের আশা যখন ক্রমশই দূরে সরে যাচ্ছে তখন হাল ধরেন ৪ নম্বরে নামা রিয়াজত আলি শাহ এবং জুমা মিয়াগি। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৩৫ রান।

দুর্ভাগ্যক্রমে দলের ৬১ রানের মাথায় জুমা রান আউট হয়ে যান। তাতে অবশ্য উগান্ডার খুব একটা বিপদ হয়নি। ৫৬ বলে ৩৩ রান করে রিয়াজত যখন আউট হন জয় তখন ৩ রান দূরে। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতে জয় পেয়ে যায় তারা।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ: বুমরাহ-হার্দিক-অর্শদীপের বোলিং, রোহিত-ঋষভের ব্যাটে আয়ারল্যান্ড ধরাশায়ী       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...