Homeখবরকলকাতাকলকাতায় দাম বেড়েছে ফ্ল্যাটের, তবু আবাসনের বাজার চাঙ্গা

কলকাতায় দাম বেড়েছে ফ্ল্যাটের, তবু আবাসনের বাজার চাঙ্গা

প্রকাশিত

কলকাতায় ফ্ল্যাটের দাম বেড়েছে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই প্রতি তিন মাস অন্তর দেশের বড় শহরগুলির আবাসনের দাম সূচক প্রকাশ করে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কলকাতায় ফ্ল্যাটের দাম উর্ধ্বমুখী ছিল। আরবিআই-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সার্বিকভাবে দেশের বিভিন্ন শহরে আবাসনের দামে উত্থান-পতন লক্ষ্য করা গেছে। কোনও শহরে দাম বেড়েছে, আবার কোথাও কমেছে।

দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়নে আবাসন প্রকল্পের দামের ওঠানামা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আরবিআই এই দামের তুলনা করার জন্য একটি সূচক ব্যবহার করে, যেখানে ২০১০-১১ অর্থবছরকে বেস ইয়ার হিসেবে ধরা হয়। ওই বছরের সূচককে ১০০ ধরে বর্তমান সময়ের দামের ওঠানামা বিচার করা হয়। সেই অনুযায়ী, গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে কলকাতার সূচক ছিল ৩২৬.২৬, যা ২০১০-১১ সালের তুলনায় তিন গুণেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। এর আগের ত্রৈমাসিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, এই সূচক ছিল ৩১৯.০৯। তার আগের তিন মাসে সূচক ছিল ৩২০.৬৫। অর্থাৎ, তখন দাম সামান্য বেশি ছিল।

দেশের অন্যান্য বড় শহরের মধ্যে মুম্বাই ও জয়পুরে গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে ফ্ল্যাটের দাম কিছুটা কমেছে। অন্যদিকে, আমদাবাদ, লক্ষ্ণৌ, চেন্নাই, কানপুর, বেঙ্গালুরু, দিল্লি, কোচির মতো শহরগুলিতে কলকাতার মতোই ফ্ল্যাটের দাম বেড়েছে।

আবাসন নির্মাতা সংস্থাগুলির মতে, ব্যাঙ্কের সুদের হার বেড়েছে, তবে ফ্ল্যাট বিক্রি থেমে যায়নি। বিশেষত, মধ্যবিত্তের আবাসনের বিক্রি ভালো হচ্ছে। কলকাতা ও শহরতলিতে আবাসনের বাজার চাঙ্গা রয়েছে। তবে সুদের হার বৃদ্ধি পাওয়ায় আবাসনের দামেও প্রভাব পড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধিও আবাসন সংস্থাগুলিকে প্রভাবিত করেছে, বলছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...