Homeশিল্প-বাণিজ্যরিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু মঙ্গলবার, সুদের হার অপরিবর্তিত থাকবে কি?

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু মঙ্গলবার, সুদের হার অপরিবর্তিত থাকবে কি?

প্রকাশিত

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৬-৮ জুন) অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠক। ওয়াকিবহাল মহলের মতে, তিন দিনের এই বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

অপরিবর্তিত থাকবে কি

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ছয় সদস্যের এমপিসি বৈঠক অনুষ্ঠিত হবে। ৪৩তম বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হবে ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার। রেপো রেট নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত ওই দিনই জানা যাবে। বলে রাখা ভালো, এর আগে এপ্রিলে অনুষ্ঠিত শেষ এমপিসি সভায়, আরবিআই সুদের হার বৃদ্ধি স্থগিত রেখেছিল।

বিশেষজ্ঞরা মনে করেন, এপ্রিল মাসে খুচরো মূল্যবৃদ্ধি হ্রাস এবং এতে আরও স্বস্তির মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল সুদের হার অর্থাৎ রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত থাকতে পারে। তবেই এটা সাম্প্রতিক অতীতে নেওয়া পদক্ষেপের কার্যকারিতার ইঙ্গিত হতে পারে।
এমনিতে, ভোক্তা মূল্য সূচক (CPI)-ভিত্তিক খুচরো মূল্যস্ফীতি এপ্রিলে ১৮ মাসের সর্বনিম্ন ৪.৭ শতাংশে নেমে আসার পরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি, আরবিআই গভর্নর ইঙ্গিত দিয়েছিলেন যে মে মাসে এই সংখ্যা এপ্রিলের থেকেও কমতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষার অগ্রগতির উপরও নজর রাখছে আরবিআই। ‘এল নিনো‘ খরিফ ফসলের উপর কতটা প্রভাব ফেলে, সেটা দেখতে চায় কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রেপো রেট বৃদ্ধি

গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বিপিএস বৃদ্ধি করেছিল আরবিআই। তার আগে, ২০২২ সালের ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়েছিল। তার পরে রেপো রেট ৬.২৫ শতাংশ হয়েছিল। গত বছরের মে থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। টানা ষষ্ঠ বার বৃদ্ধির ফলে রেপো রেট এখন দাঁড়িয়ে রয়েছে ৬.৫০ শতাংশে।

রেপো রেট কী

আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

সাধারণত, কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট কমানোর পরই বিভিন্ন ব্যাঙ্কগুলি নিজেরে সুদের হারে পরিবর্তন নিয়ে আসাটাই রীতি। ফলে রেপো রেট বাড়লে তার সরাসরি প্রভাব এসে পড়ে ঋণ শোধের প্রক্রিয়ায়। ঠিক এই কারণেই রেপো রেট বৃদ্ধি পেলে বাড়ি কিংবা গাড়ি কেনার ইএমআই বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: আসছে ‘এল নিনো’, বর্ষার অশুভ ইঙ্গিত?

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

ব্যবসায় হাত পাকাচ্ছেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, বিনিয়োগ এই স্টার্টআপে

ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো সুপারস্টার এখন হাত পাকাচ্ছেন ব্যবসাতেও। সম্প্রতি একটি...

‘সত্যিকারের অগ্নিকন্যা’, মমতার প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি

কলকাতা: মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়ে গেল দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। বিশ্ব বাংলা...

দীপাবলিতে ‘মহরত ট্রেডিং’ কী? এক নজরে এর ইতিহাস ও তাৎপর্য

আজ (রবিবার) দীপাবলির বিশেষ দিনে মহরত ট্রেডিং। দীপাবলি উৎসব শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্যও খুব...