পাপুয়া নিউ গিনি: ৯৫ (১৯.৫ ওভারে) (কিপলিন দোরিগা ২৭, ফজলহক ফারুকি ৩-১৬, নবীন-উল-হক ২-৪)
আফগানিস্তান: ১০১-৩ (১৫.১ ওভারে) (গুলাবদিন নাইব ৪৯ নট আউট, মহম্মদ নবি ১৬ নট আউট, সেমো কামিয়া ১-১৬)
খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের পর পর ৩টি ম্যাচ জিতে এবারের টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ জায়গা করে নিল আফগানিস্তান। ফলে এই গ্রুপ থেকে সুপার ৮-এ যাওয়ার সামান্য যে সম্ভাবনা নিউজিল্যান্ডের ছিল, তা আর থাকল না। ত্রিনিদাদ-টোবাগোর তারৌবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) ৭ উইকেটে হারাল আফগানিস্তান।
গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ আগেই সুপার ৮-এ চলে গিয়েছে। দ্বিতীয় স্থানটির জন্য আফগানিস্তানের সঙ্গে খাতায়কলমে লড়াইয়ের জায়গায় ছিল নিউজিল্যান্ড। আফগানিস্তানের সংগ্রহে ছিল ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট। তাদের খেলা বাকি ছিল ওয়েস্ট ইন্ডিজ আর পাপুয়া নিউ গিনির সঙ্গে। নিউজিল্যান্ডের ঘরে কোনো পয়েন্ট ছিল না। তাদের খেলা বাকি রয়েছে উগান্ডা আর পাপুয়া নিউ গিনির সঙ্গে। আফগানরা যদি দুটি খেলাতেই হারত আর কিউয়িরা যদি দুটি খেলাতেই জিতত, তা হলে দুটি দলের মধ্যে নেট রানরেটের লড়াই হত। কিন্তু শুক্রবার তৃতীয় ম্যাচে আফগানরা জিতে যাওয়ায়, কিউয়িরা সুপার ৮-এ যাওয়ার আগেই ছিটকে গেল বিশ্বকাপ থেকে।
পাপুয়া নিউ গিনির চার জন রান আউট
শুক্রবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা) ম্যাচ শুরু হয়। টসে জিতে আফগানিস্তানও যথারীতি প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনিকেই ব্যাট করতে পাঠায়। পিএনজি যেমন আফগান বোলার ফজলহক ফারুকি এবং নবীন-উল-হকের মোকাবিলা করতে পারেনি, তেমনই নিজেরাও চারটি উইকেট উপহার দেয় আফগানিস্তানকে। চার চার জন ব্যাটার রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। আফগান আক্রমণ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন কিপলিন দোরিগা (৩২ বলে ২৭ রান)। আর দু’জন ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোন। এঁরা হলেন টোনি উরা (১৮ বলে ১১ রান) এবং আলেই নাও (১৯ বলে ১৩ রান)। নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ৯৫ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। ফজলহক ফারুকি ১৬ রান দিয়ে ৩টি উইকেট এবং নবীন-উল-হক ৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।
গুলাবদিন নাইব ৪৯ নট আউট
৩ উইকেট হারিয়ে আফগানিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। নির্ধারিত ২০ ওভারের ৪.৫ ওভার বাকি থাকতেই আফগানরা পৌঁছে যায় ৩ উইকেটে ১০১ রানে। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন গুলাবদিন নাইব। তিনি ৩৬ বলে ৪৯ রান করে নট আউট থাকেন। তাঁর রানে ছিল ২টি ছয় আর ৪টি চার। দলের ৫৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর গুলাবদিন আর মহম্মদ নবি অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ে পৌঁছে দেন। নবি নট আউট থাকেন ২৩ বলে ১৬ রান করে। ফজলহক ফারুকি হন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ: ৯৯ বলে খেল খতম, সুপার ৮-এ যাওয়ার পথ প্রশস্ত করল ইংল্যান্ড