Homeখবরদেশতীব্র গরমে স্পাইসজেট বিমানে যাত্রীদের ভোগান্তি, এসি ছাড়াই থাকতে হল ১ ঘণ্টা

তীব্র গরমে স্পাইসজেট বিমানে যাত্রীদের ভোগান্তি, এসি ছাড়াই থাকতে হল ১ ঘণ্টা

প্রকাশিত

দিল্লি থেকে দ্বারভাঙাগামী স্পাইসজেটের একটি বিমানে বুধবার যাত্রীদের ভোগান্তির শিকার হতে হল। বিমানটি উড়ানের আগে প্রায় এক ঘণ্টা এয়ার কন্ডিশনিং (এসি) ছাড়াই যাত্রীদের বিমানের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। যাত্রীরা জানান, এই সময়ে বিমানের ভেতরের তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে অনেক যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যাত্রী রোহন কুমার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি স্পাইসজেটের SG 476 ফ্লাইটে দিল্লি থেকে দ্বারভাঙা যাচ্ছিলাম। দিল্লি এয়ারপোর্টে চেক-ইন করার পর, তারা এক ঘণ্টা ধরে এয়ার কন্ডিশনিং (এসি) চালু করেনি। ফ্লাইটের ভেতরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যাত্রীরা ভীষণ কষ্ট পাচ্ছিল। ফ্লাইট উড্ডয়নের পর এয়ার কন্ডিশনিং (এসি) চালু করা হয়…।’

দিল্লিতে তীব্র গরমের জেরে তাপমাত্রা বেড়ে চলেছে। বুধবার রাজধানী ১২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাত অনুভব করেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি বেশি।

এই তীব্র গরমের মধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোক আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। ডাক্তাররা বয়স্ক এবং দুর্বল রোগীদের বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।

মঙ্গলবার, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে যে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD বিজ্ঞানী সোমা সেন বলেন, “দিল্লিতে প্রাক-মৌসুম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ-পশ্চিমী বাতাসের কারণে আগামী তিন বা চার দিনের মধ্যে হতে পারে। হিট ওয়েভের পরিস্থিতি কমতে পারে। আপনারা যে অস্বস্তি অনুভব করছেন তা আর্দ্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়,” 

IMD আরও জানিয়েছে, “উত্তর ভারতের অনেক অংশে (উত্তর প্রদেশ বাদে) আগামী ২৪ ঘন্টার মধ্যে হিট ওয়েভ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং ধীরে ধীরে কমতে পারে।”

এই তীব্র গরমের মধ্যে যাত্রীদের এমন ভোগান্তি স্পাইসজেট কর্তৃপক্ষের নজরে আনা হলে তারা বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...