Homeখবরদেশরামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক! লক্ষাধিক টাকা জরিমানা বম্বে আইআইটির আট পড়ুয়াকে

রামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক! লক্ষাধিক টাকা জরিমানা বম্বে আইআইটির আট পড়ুয়াকে

প্রকাশিত

আইআইটি বম্বের আট পড়ুয়া রামায়ণের প্যারোডি নাটক মঞ্চস্থ করার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। গত ৩১ মার্চ, আইআইটি বম্বের ‘পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল (পিএএফ)’ এ ‘রাহোভান’ নামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা, যা হিন্দু মহাকাব্য রামায়ণের প্যারোডি হিসাবে বিবেচিত হয়েছে। এই নাটকটির মাধ্যমে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় আইআইটি বম্বের কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছেন। চার পড়ুয়াকে এক লক্ষ ২০ হাজার টাকা করে এবং অন্য চার জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও, কয়েক জন পড়ুয়ার হস্টেল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, রামায়ণের প্যারোডি নাটকটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং নারীবাদী প্রচারের আড়ালে প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে সাংস্কৃতিক মূল্যবোধকেও উপহাস করা হয়েছে। যদিও অন্য এক পক্ষের মতে, নারীর দৃষ্টিভঙ্গিতে আদিবাসী সমাজের চিত্র তুলে ধরা হয়েছিল এই নাটকে। কাউকে অবমাননা করা হয়নি।

এই অভিযোগের ভিত্তিতে গত ৮ মে শৃঙ্খলা কমিটির বৈঠক হয় এবং ৪ জুন অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি ঘোষণা করা হয়। নির্দেশ দেওয়া হয়, ২০ জুলাইয়ের মধ্যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে জরিমানার টাকা জমা দিতে হবে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ওই আট পড়ুয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে সমালোচনা করেছেন, আবার অনেকেই তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন।

এই ঘটনাটি আইআইটি বম্বের মতো প্রতিষ্ঠানের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের শিক্ষাঙ্গনে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাটক মঞ্চস্থ করার জন্য জরিমানার বহর নিয়েও প্রশ্ন উঠছে। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।