আইআইটি বম্বের আট পড়ুয়া রামায়ণের প্যারোডি নাটক মঞ্চস্থ করার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। গত ৩১ মার্চ, আইআইটি বম্বের ‘পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল (পিএএফ)’ এ ‘রাহোভান’ নামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা, যা হিন্দু মহাকাব্য রামায়ণের প্যারোডি হিসাবে বিবেচিত হয়েছে। এই নাটকটির মাধ্যমে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় আইআইটি বম্বের কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছেন। চার পড়ুয়াকে এক লক্ষ ২০ হাজার টাকা করে এবং অন্য চার জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও, কয়েক জন পড়ুয়ার হস্টেল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, রামায়ণের প্যারোডি নাটকটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং নারীবাদী প্রচারের আড়ালে প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে সাংস্কৃতিক মূল্যবোধকেও উপহাস করা হয়েছে। যদিও অন্য এক পক্ষের মতে, নারীর দৃষ্টিভঙ্গিতে আদিবাসী সমাজের চিত্র তুলে ধরা হয়েছিল এই নাটকে। কাউকে অবমাননা করা হয়নি।
এই অভিযোগের ভিত্তিতে গত ৮ মে শৃঙ্খলা কমিটির বৈঠক হয় এবং ৪ জুন অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি ঘোষণা করা হয়। নির্দেশ দেওয়া হয়, ২০ জুলাইয়ের মধ্যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে জরিমানার টাকা জমা দিতে হবে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ওই আট পড়ুয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে সমালোচনা করেছেন, আবার অনেকেই তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন।
এই ঘটনাটি আইআইটি বম্বের মতো প্রতিষ্ঠানের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের শিক্ষাঙ্গনে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাটক মঞ্চস্থ করার জন্য জরিমানার বহর নিয়েও প্রশ্ন উঠছে।
IIT Bombay has imposed a fine of 1.2 lakh on students who insulted Lord Shri Ram and Mata Sita.
— Kedar (@shintre_kedar) June 20, 2024
But what will that achieve, IIT Bombay should expel them for life. Big people are not affected by fines.#IITBombay pic.twitter.com/AwWvdEf0rR