Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ইউরোয় এমবাপ্পের প্রথম গোল, পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে...

ইউরো কাপ ২০২৪: ইউরোয় এমবাপ্পের প্রথম গোল, পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে শেষ ১৬-য় ফ্রান্স  

প্রকাশিত

ফ্রান্স: ১ (কিলিয়ান এমবাপ্পে) পোল্যান্ড: ১ (রবার্ত লেওয়ানডাওস্কি)   

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরোর গ্রুপ ‘ডি’-র আর-একটি খেলায় ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে আয়োজিত ম্যাচে ২টি গোলই হল দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এই প্রথম গোল করলেন তিনি।

৩টি ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ ১৬-য় চলে গেল ফ্রান্স। তারই সঙ্গে এই গ্রুপ থেকে শেষ ১৬-য় জায়গা করে নিয়েছে শীর্ষ স্থানাধিকারী অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানাধিকারী নেদারল্যান্ডস।

প্রথমার্ধে সমানে সমানে পাল্লা

এবারের ইউরো কাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সংঘর্ষে নাক ভেঙেছিলেন বিশ্ববন্দিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার এমবাপ্পে খেলতে নামেন এবং ফ্রান্সের একমাত্র গোলটি তিনিই করেন। ম্যাচের ৬ মিনিটেই পোল্যান্ডের জেলিনস্কি ফ্রান্সের গোল লক্ষ্য করে যে শট নেন তা বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলকিপার মাইগনান। এই সময় পোল্যান্ডকে অনেক বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল।

ম্যাচের ১১ মিনিটে গোল করার সুযোগ পায় ফ্রান্স। ডানদিক থেকে বল পেয়ে যান ডেম্বেলে। তিনি ক্রস বাড়ান। পোলিশ ডিফেন্ডারদের এড়িয়ে তা চলে আসে থিও হার্নান্দেজের কাছে। হার্নান্দেজ বাঁদিক থেকে যে শট নেন তা বাঁচিয়ে দেন পোলিশ গোলকিপার স্কোরুপস্কি। ৩ মিনিট পরে আবার সুযোগ পায় পোল্যান্ড। কর্নার থেকে জিমানস্কি যে কিক নিয়েছিলেন তা বক্সে উরবানস্কির কাছে চলে আসে। তাঁর বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন মাইগনান।

এবার ফ্রান্সের সুযোগ। ম্যাচের ১৯ মিনিটে গোল করার সুযোগ পায় ফ্রান্স। গোল লক্ষ্য করে ডেম্বেলে যে শট নেন তা পোলিশ গোলকিপার বাঁচিয়ে দিলেও তা চলে আসে কান্তের কাছে। এবার কান্তের পাস ধরার কেউ ছিল না। বল গোললাইন পেরিয়ে যায়। ম্যাচের ২৩ মিনিটে সুযোগ আসে পোল্যান্ডের। ফ্রান্সের গোলের সামনে জালিউস্কি ক্রস বাড়ান লেওয়ানডাওস্কির উদ্দেশে। মাঝখান থেকে সালিবা লাফিয়ে গিয়ে বল ক্লিয়ার করেন। ম্যাচের ৪২ মিনিটে সুযোগ আসে ফ্রান্সের কাছে। এমবাপ্পে গোল লক্ষ্য করে যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন স্কোরুপস্কি।

দ্বিতীয়ার্ধে দু’ পক্ষের গোল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোল করার সুযোগ পান এমবাপ্পে। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। সেই এমবাপ্পেই ৫৬ মিনিটে ফ্রান্সের হয়ে গোল করে ম্যাচে অচলাবস্থা ভাঙেন। বক্সের মধ্যে ডেম্বেলেকে মারাত্মক ভাবে ফাউল করেছিলেন পোল্যান্ডের ডিফেন্ডার। রেফারি পেনাল্টি দেন ফ্রান্সের পক্ষে। সেই পেনাল্টি কিকে অস্ট্রিয়ার গোলকিপারকে পরাস্ত করেন এমবাপ্পে। ৩ মিনিট পরে আবার গোলের সুযোগ পায় ফ্রান্স। কিন্তু সেই সুযোগ নষ্ট হয়।

এবার ৭৬ মিনিটে পেনাল্টি দেওয়া হয় পোল্যান্ডকে। বক্সের মধ্যে লেওয়ানডাওস্কি বল পাস করেছিলেন সুইদারস্কিকে। কিন্তু ফ্রান্সের ইউপামেসানোর ঠেলায় পড়ে যান সুইদারস্কি। ভার চেক করে পোল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। লেওয়ানডাওস্কির পেনাল্টি শট বাঁচিয়ে দেন মাইগনান। কিন্তু রেফারি আবার পেনাল্টি নিতে বলেন। এবার সেই লেওয়ানডাওস্কি ঠিকঠাক পেনাল্টি নিয়ে ম্যাচে সমতা ফেরান। এর পর দু’ পক্ষই গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ফল হয়নি।   

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: গোলের মেলায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে অস্ট্রিয়া শেষ ১৬-য়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...