Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: গ্রুপ ‘ই’-র চূড়ান্ত দুটি ম্যাচই ড্র, শেষ ১৬-য় রোমানিয়া,...

ইউরো কাপ ২০২৪: গ্রুপ ‘ই’-র চূড়ান্ত দুটি ম্যাচই ড্র, শেষ ১৬-য় রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া

প্রকাশিত

বেলজিয়াম: ০ ইউক্রেন: ০

স্লোভাকিয়া: ১ (অন্দ্রেজ দুদা) রোমানিয়া: ১ (রাজভান মারিন)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপে গ্রুপ ‘ই’-র চূড়ান্ত পর্যায়ের দুটি খেলাই ড্র হল। স্টুটগার্ট আরেনায় আয়োজিত বেলজিয়াম বনাম ইউক্রেন ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হল। আর ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত রোমানিয়া বনাম স্লোভাকিয়া ম্যাচের ফল হল ১-১।

ফলাফলের বিচারে এক অদ্ভুত অবস্থায় শেষ হল গ্রুপ ‘ই’-র খেলা। ৪টি দলই ১টি করে ম্যাচ জিতেছে, ১টি করে ম্যাচ হেরেছে এবং ১টি করে ম্যাচ ড্র করেছে। ফলে ৪টি দলই ৪টি করে পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যের বিচারে গ্রুপের শীর্ষে রয়েছে রোমানিয়া, দ্বিতীয় স্থানে বেলজিয়াম, তৃতীয় স্থানে স্লোভাকিয়া এবং চতুর্থ স্থানে ইউক্রেন। দুর্ভাগ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের। তাদের শেষ ১৬-য় যাওয়া হল না। প্রথম ও দ্বিতীয় দল হিসাবে রোমানিয়া এবং বেলজিয়াম স্বাভাবিক ভাবেই শেষ ১৬-য় চলে গেল। আর ৬টি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে ৪টি শেষ ১৬-য় যাবে। তৃতীয় স্থানাধিকারী দলগুলির যা অবস্থা তাতে স্লোভাকিয়াও শেষ ১৬-য় চলে গেল।  

বেলজিয়াম বনাম ইউক্রেন ম্যাচ

গ্রুপ ‘ই’-তে তাদের শেষ ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ করার খেরাসত দিতে হল ইউক্রেনকে। গ্রুপের বাকি দলগুলির মতো ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েও তাদের শেষ ১৬-য় যাওয়া হল না। কারণ গোল পার্থক্যের হিসাবেই ইউক্রেন আটকে গেল। তাই অন্তত নিজেদের স্বার্থে ইউক্রেনের জেতা উচিত ছিল।

ম্যাচের ৭ মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কেভিন ডে ব্রুয়িনের পাস পৌঁছে গিয়েছিল রোমেলু লুকাকুর কাছে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না লুকাকু। লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি। বেলজিয়ামের খেলার টোনটা সেই মুহূর্তেই যেন ধরা পড়ে গিয়েছিল।

বলের দখল পাওয়ার চেষ্টা। বেলজিয়ামপ-ইউক্রেন ম্যাচে। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

রক্ষণভাগে পাঁচজন খেলোয়াড় রেখে ইউক্রেন নিজেদের মূলত রক্ষা করার লাইনই নিয়েছিল। তবে গোল করার সুযোগ তারাও পেয়েছিল। নিজে একটু বেশি স্বার্থপর হলে হয়তো লাভই হত ইউক্রেনের রোমান ইয়ারেমচুকের। গোল করার সহজ সুযোগ পেয়েও নিজে চেষ্টা করলেন না, পাস বাড়িয়ে দিলেন আর্তেম দোরভিককে। কিন্তু তাঁর শট পোস্টের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।

ম্যাচের একেবারে শেষ দিকে দুই দলই গোল করার সুযোগ পেয়েছিল। বাকায়োকো ইউক্রেনের গোল লক্ষ্য করে শট নিলেন, কিন্তু তা দূরের পোস্টের দূর দিয়ে চলে গেল। ওদিকে ম্যাচের অতিরিক্ত সময়ে ইউক্রেনের গিওরগি সুদাকোভ মাঝমাঠ দিয়ে দুর্দান্ত ভাবে এগিয়ে গিয়ে যে শট নিলেন তা সরাসরি বেলজিয়ামের গোলকিপার কাস্টিল্‌সের হাতে গিয়ে জমা পড়ে।     

স্লোভাকিয়া বনাম রোমানিয়া ম্যাচ

প্রথমার্ধের দুই দলের ২টি গোলে ম্যাচ ১-১ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল রোমানিয়া আর স্লোভাকিয়া। ম্যাচের ২৪ মিনিটে স্লোভাকিয়ার অন্দ্রেজ দুদা হেড করে যে গোল দিয়েছিল তা ১৩ মিনিট পরে শোধ করে দেন রোমানিয়ার রাজভান মারিন।

ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত এই ম্যাচ কখনোই খুব উচ্চমানে পৌঁছোয়নি। দুটি দলই গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেভাবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ২টি গোল করে তারা মনে হচ্ছিল সন্তুষ্টই ছিল।

২০০০ সালের পর এই প্রথম রোমানিয়া ইউরো কাপে নক আউট পর্যায়ে পৌঁছোল। স্লোভাকিয়া শেষ ১৬-য় পৌঁছোল ২০১৬ সালের পর। শেষ ১৬-য় তারা হেরে গিয়েছিল জার্মানির কাছে।

আরও পড়ুন    

ইউরো কাপ ২০২৪: ম্যাচ ড্র রেখে গ্রুপ ‘সি’ থেকে শেষ ১৬-য় গেল ইংল্যান্ড, ডেনমার্ক ও স্লোভেনিয়া 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।