Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: প্রায় শেষ মুহূর্তে গোল খেয়ে বিদায় বেলজিয়ামের, শেষ ৮-এ...

ইউরো কাপ ২০২৪: প্রায় শেষ মুহূর্তে গোল খেয়ে বিদায় বেলজিয়ামের, শেষ ৮-এ ফ্রান্স

প্রকাশিত

ফ্রান্স: ১ (ইয়ান ভার্তোনঘেন, আত্মঘাতী) বেলজিয়াম: ০

খবর অনলাইন ডেস্ক: শুরুটা ফ্রান্সের তুলনামূলক ভাবে ভালো ছিল। বেলজিয়াম ম্যাচে স্বমহিমায় আসে একটু পরে। তার পর সমানে সমানে খেলা চলল বাকি সময়টা ধরে। কিন্তু দুর্ভাগ্য বেলজিয়ামের। নির্ধারিত ৯০ মিনিটের প্রায় শেষ মুহূর্তে গোল খেয়ে গেল তারা। ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে এবারের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ফ্রান্স।

ফিফা র‍্যাঙ্কিং-এর তালিকায় ফ্রান্স দু’ নম্বরে আর বেলজিয়াম তিন নম্বরে। তাই সোমবার রাতে (ভারতীয় সময়) ডুসেলডর্ফের ডুসেলডর্ফ আরেনায় আয়োজিত ম্যাচে এই দুই দলের ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের।

ফ্রান্সের আধিপত্য কিঞ্চিৎ বেশি   

নিজেদের বক্স থেকে বেরিয়ে প্রথম শটটা ফ্রান্সই নিল। খেলার প্রথম ৫ মিনিট ফ্রান্সেরই আধিপত্য ছিল। বাঁদিক থেকে কিলিয়ান এমবাপ্পেকে কাজে লাগানোর চেষ্টা করছিল। তবে প্রতি-আক্রমণে উঠে আসছিল বেলজিয়ামও। ম্যাচের ১০ মিনিটে এমবাপ্পেকে বল পাস করেন গ্রিজমান। কিন্তু সজাগ ছিল বেলজিয়ামের রক্ষণভাগ। এমবাপ্পের শট ক্লিয়ার করে দেয় তারা। একটু পরে বেলজিয়ামের গোল লক্ষ্য করে গ্রিজমান যে শট নেন তা খুবই দুর্বল ছিল।

ম্যাচের ১৬ মিনিটে ফ্রান্স প্রথম কর্নার পায়। তবে সেই কর্নার থেকে তারা লাভবান হয়নি। ৪ মিনিট পরেই আবার কর্নার। কিন্তু এবারও এর থেকে ফায়দা তুলতে পারল না ফ্রান্স।

ম্যাচের ২৮ মিনিটে বেলজিয়ামের লুই ওপেন্দা বল নিয়ে দুরন্ত গতিতে ফ্রান্সের বক্সে ঢুকে পড়েন। বল পাঠিয়ে দেন ইয়ানিক কারাস্কোকে। কারাস্কো শট নেন, কিন্তু তা আটকে দেন হার্নান্দেজ। বেলজিয়াম পেনাল্টির আবেদন জানান। ‘ভার’ পরীক্ষায় জানা যায়, এটা হার্নান্দেজের হ্যান্ডবল ছিল না। এটাই ছিল কার্যত বেলজিয়ামের প্রথম আক্রমণ। শুরুটা ফ্রান্স তুলনামূলক ভাবে ভালো করলেও বেলজিয়াম একটু একটু করে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে।

ম্যাচের ৩৬ মিনিটে আবার আক্রমণ চালায় ফ্রান্স। কুন্দের দুর্দান্ত ক্রসে হেড করেন থুরাম। কিন্তু তা গোলের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে ম্যাচে অচলাবস্থা জারি থাকে।

আত্মঘাতী গোল থেকে জয়

দ্বিতীয়ার্ধ শুরু হতেই বেলজিয়াম উঠে আসে ফ্রান্সের বক্সে। রমেলু লুকাকুর কাছ থেকে বল কেড়ে নেন উইলিয়াম স্যালিবা। তার পর বেলজিয়ামের ইয়ানিক কারাস্কোর ক্রস কুন্দে বাঁচিয়ে দেন। ম্যাচের ৫৪ মিনিটে বেলজিয়ামের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক বাইরে থেকে এমবাপ্পে যে শট নেন তা ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৬১ মিনিটে কেভিন ডে ব্রুয়িনের কাছ থেকে দুর্দান্ত পাস পান কারাস্কো। বল নিয়ে দুরন্ত গতিতে ঢুকে পড়েন ফ্রান্সের বক্সে। পিছন থেকে থিও হার্নান্দেজের চ্যালেঞ্জে আর শট নিতে পারেননি কারাস্কো। ৭০ মিনিটে ফ্রান্সের গোল লক্ষ্য করে  রমেলু লুকাকু যে শট নেন তা বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলকিপার মাইক মাইগনান।

দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে আবার ফ্রান্সকে সম্ভাব্য গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন মাইগনান। ফ্রান্সের গোল লক্ষ্য করে ডে ব্রুয়িনে যে দুরন্ত শট নেন তা ততোধিক দক্ষতায় বাঁচান ফ্রান্সের গোলকিপার। এর ৩ মিনিট পরেই গোল পায় ফ্রান্স। ডান দিক থেকে কুলো মুয়ানির শট বেলজিয়ামের ইয়ান ভার্তোনঘেনের গা ছুঁয়ে গোলে ঢুকে যায়। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ৩ মিনিট অতিরিক্ত সময় খেলানো হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ফ্রান্স চলে গেল কোয়ার্টার ফাইনালে।   

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে জর্জিয়াকে ৪ গোল, কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি স্পেন  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।