Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ডেমিরালের ২টো গোল, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক শেষ...

ইউরো কাপ ২০২৪: ডেমিরালের ২টো গোল, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক শেষ ৮-এ

প্রকাশিত

তুরস্ক: ২ (মেরিহ ডেমিরাল) অস্ট্রিয়া: ১ (মিখায়েল গ্রেগরিশ)

খবর অনলাইন ডেস্ক: ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। ম্যাচের ৫৮ সেকেন্ডে গোল করলেন মেরিহ ডেমিরাল। দ্বিতীয়ার্ধে দলের হয়ে দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল তুরস্ক। মেহির ডেমিরাল হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

গ্রুপ লিগের খেলায় গ্রুপ ‘ডি’-তে শীর্ষ স্থানে ছিল অস্ট্রিয়া। আর গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থানে ছিল তুরস্ক। শেষ পর্যন্ত তুরস্কের কাছে হেরে বিদায় নিতে হল অস্ট্রিয়াকে।

১ মিনিটের মধ্যেই তুরস্কের গোল  

মঙ্গলবার মধ্যরাতে (ভারতীয় সময়) লাইপৎসিগের লাইপৎসিগ আরেনায় আয়োজিত ম্যাচ শুরু হতে না হতেই গোল পেয়ে যায় তুরস্ক। তখনও এক মিনিটও খেলা হয়নি। অস্ট্রিয়ার ডিফেন্ডারদের ভুলে বল চলে গেল ডেমিরালের কাছে। তক্কে তক্কে ছিলেন ডেমিরাল। গোল করতে কোনো ভুল করেননি।

তুরস্কের কর্নার কিক সামলাতে গিয়ে বাউমগার্টনার যে শট মারলেন তা তাদেরই দলের পশের গায়ে লেগে গোলের দিকে যায়। গোলকিপার পেনৎজ বল ধরেন কিন্তু তা চলে যায় ডেমিরালের কাছে। শেষ কাজটা নিপুণ দক্ষতায় সারলেন ডেমিরাল। তুরস্ক এগিয়ে গেল ১-০ গোলে।

ম্যাচের ৫ মিনিটেই বড়ো সুযোগ পায় অস্ট্রিয়া। অস্ট্রিয়ার কর্নার কিক মিস করেন তুরস্কের ডিফেন্ডাররা। বল তুরস্কের গোলের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। কাছেই ছিলেন বাউমগার্টনার। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। শেষ পর্যন্ত তুরস্কের গোলকিপার বল ধরে ফেলেন।

অস্ট্রিয়া তেড়েফুঁড়ে লাগে গোল শোধ করার জন্য। বেশ কিছু সুযোগও পায়। কিন্তু ফিনিশিং-এর ব্যর্থতায় আসল কাজটি করতে পারেনি। তুরস্ক মাঝেমাঝেই রক্ষণভাগে ৫ জনকে খেলিয়া অস্ট্রিয়ার আক্রমণ রুখে দেয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে তুরস্ক।

দ্বিতীয়ার্ধে দু’ পক্ষের ২টো গোল   

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে অস্ট্রিয়া। তারা পিছিয়ে থাকলেও ম্যাচে তারাই বেশি দাপট দেখায়। ৫১ মিনিটে আবার গোলের সুযোগ নষ্ট করে তারা। তুরস্কের গোলের সামনে গোলকিপারকে একা পেয়েও তাঁরই হাতে বল তুলে দেন মার্কো আর্নাউতোভিচ।

ইতিমধ্যে আবার গোল পেয়ে যান ডেমিরাল। ম্যাচের ৫৯ মিনিটে আবার কর্নার পায় তুরস্ক। গুলার কাছের পোস্টের কাছে ডেমিরালকে ক্রস বাড়ান। ডেমিরাল লাফ দিয়ে সেই বলে মাথা ছুঁইয়ে গোলে পাঠিয়ে দেন। তুরস্ক এগিয়ে যায় ২-০ গোলে।

এই গোলের পরেও কিন্তু অস্ট্রিয়াকেই বেশি সক্রিয় বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত তারা ১টা গোল শোধ করে ৭ মিনিট পরে। এই গোলও এল কর্নার কিক থেকে। সাবিৎজারের কর্নার কিকে হেড করেন অস্ট্রিয়ার এক সতীর্থ। বল চলে আসে মিখায়েল গ্রেগরিশের কাছে। ওই বল তিনি তুরস্কের গোলে পাঠিয়ে দেন। খেলার ফল দাঁড়ায় ২-১।

এর পরে ধারাবাহিক আক্রমণ চালিয়ে গিয়েছে অস্ট্রিয়া আর রক্ষণভাগকে শক্তিশালী করে তা রুখে দিয়েছে তুরস্ক। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলকিপার মার্ট গুনকের দক্ষতায় বেঁচে যায় তুরস্ক। বক্সে অরক্ষিত ছিলেন অস্ট্রিয়ার বাউমগার্টনার। তুরস্কের গোল লক্ষ্য করে তিনি যে হেড করেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দিয়ে দলকে শেষ ৮-এ পৌঁছে দেন গুনক।

আরও পড়ুন 

ইউরো কাপ ২০২৪: রোমানিয়াকে ৩ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল নেদারল্যান্ডস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।