Homeখবরদেশএআই দিয়ে ১০ গুণ চাকরি তৈরি করতে পারে ভারত: ওলা সিইও ভাবীশ...

এআই দিয়ে ১০ গুণ চাকরি তৈরি করতে পারে ভারত: ওলা সিইও ভাবীশ আগরওয়াল

প্রকাশিত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)- এর জন্য ‘বিশ্ব হাব’ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা ওলা (Ola) সিইও ভাবীশ আগরওয়াল এমনটাই দাবি করেছেন। এআই-এর শক্তি এবং এটি কী ভাবে ভারতের আন্তর্জাতিক অবস্থান এবং চাকরির বাজারে এর প্রভাবকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কেই নিজের মতামত তুলে ধরেছেন ভাবীশ।

এআই এখনও কম্পিউটারে, রোবটে নয়

ভাবীশ আগরওয়াল বলেন, “ভারতে, কোটি কোটি আইটি পরিষেবা পেশাদার এবং তরুণ-তরুণী রয়েছেন। আজ, তাঁরা বিশ্বব্যাপী ক্লায়েন্টদের জন্য কিছু না কিছু কাজ করছেন। তাঁদের কাজ ১০ গুণ বেশি উৎপাদনশীল হতে পারে। অর্থাৎ চাকরি না পাওয়া হবে এক দশমাংশ। তার মানে আমরা ভারতে ১০ গুণ বেশি চাকরি আনতে পারব।”

তাঁর মতে, এআই উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ দেয় কারণ অনেক রুটিন কাজ স্বয়ংক্রিয় হবে। সুতরাং, এটি বেশ কয়েকটি কাজের ভূমিকাকে সরিয়ে ফেলতে বাধ্য। এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা, “পরিমাপ করা কঠিন, তবে আমি বলব এআই নতুন চাকরি তৈরি করবে, এআই চাকরিও কেড়ে নেবে।” তিনি আরও বলেন, এআই হোয়াইট-কলার চাকরিতে প্রভাব ফেলবে। পরবর্তী পাঁচ বছর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কিন্তু ব্লু-কলার কাজে খুব বেশি নয়। কারণ এই মুহূর্তে, এআই কম্পিউটারে উপস্থিত কিন্তু শারীরিক কাজ করার জন্য রোবটে নয়।

এক গুচ্ছ নতুন ধরণের চাকরি

তিনি বলেন, “কিছু চাকরি যাবে এবং উৎপাদনশীলতা বাড়ানো হবে। সুতরাং, আমি যেভাবে এটিকে ভাবি, খুব সহজ অর্থে, এআই ভবিষ্যতে এক গুচ্ছ নতুন ধরণের চাকরির তৈরি করতে চলেছে। একটি দেশ হিসাবে এবং একটি ইকোসিস্টেম হিসাবে, আমাদের ভারতে নির্মিত সেই চাকরিগুলির অর্ধেক পেতে হবে। তাই আমাদের করতে হবে, আমরা যদি এআইকে গ্রহণ করি তবেই আমরা তা করতে পারব। আমরা যদি এআই গ্রহণের বিশ্বের মধ্যে নেতৃত্ব স্থানীয় হয়ে উঠতে পারি, তাহলে এর কারণে, আমাদের অর্থনীতি আরও দ্রুত উৎপাদনশীল হয়ে উঠবে এবং তখন আমরা সমগ্র বিশ্বের জন্য ভবিষ্যতের এআই চাকরি তৈরি করতে পারব।”

হোয়াইট-কলার এবং ব্লু-কলার কর্মী

বলে রাখা ভালো, হোয়াইট-কলার কর্মী বলতে বোঝায় সাধারণত পেশাদার, যেমন ম্যানেজার, এক্সিকিউটিভ এবং প্রশাসনিক কর্মী, যাঁরা অফিসে বা অন্যান্য পেশাদার পরিবেশে কাজ করে। হোয়াইট কলার চাকরির জন্য সাধারণত উচ্চ স্তরের শিক্ষার প্রয়োজন হয়। তাঁদের ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। সেই হিসাবে তাঁদের বেতনও বেশি।

আর ব্লু-কলার কর্মীদের সাধারণত ম্যানুয়াল বা দক্ষ শ্রমিক, যেমন নির্মাণ শ্রমিক, যান্ত্রিক, কারখানার শ্রমিক এবং অন্যান্য ব্যবসায়ী, যাঁদের শারীরিক শ্রম করতে হয়। ব্লু-কলার কর্মীদের যান্ত্রিক, বৈদ্যুতিক বা প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শারীরিক শক্তি এবং সহনশীলতার মতো দক্ষতা প্রয়োজন হয়। ব্লু কলার চাকরি সাধারণত হোয়াইট-কলার চাকরির তুলনায় কম বেতন এবং সুবিধা দিয়ে থাকে।

আরও পড়ুন: কর্মসংস্থান নিয়ে সিটিগ্রুপের পূর্বাভাসে হইচই, খণ্ডন করে পাল্টা দাবি শ্রমমন্ত্রকের! কী এমন আছে ওই রিপোর্টে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।