Homeভ্রমণভ্রমণের খবরঅমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

প্রকাশিত

কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকার নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রথমবারের মতো, যাত্রাপথে শ্বাসকষ্টে ভোগা যাত্রীদের সহায়তায় ব্যবহৃত হবে অভিনব ‘পিট্টু অ্যাম্বুলেন্স’। এই অ্যাম্বুলেন্সগুলি মূলত ঘোড়ার পিঠে বাঁধা দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রীদের সহায়তা করবে। বালতাল রুটে আটটি এবং পহেলগাঁও রুটে আরও আটটি পিট্টু অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। যাত্রাপথের প্রতি দু’ কিলোমিটার অন্তর অক্সিজেন পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখানে ডাক্তার ও নার্স থাকবেন যাত্রীদের পরীক্ষার জন্য।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র রবিবার জানান, প্রতিদিন সেখানে দু-আড়াই হাজার যাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন। অমরনাথ যাত্রা ২৯ জুন থেকে শুরু হয়েছে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এ বছর এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ দর্শনার্থী নাম নথিভুক্ত করেছেন।

২৫,০০০ আবেদনকারী, ৬০০ শূন্যপদ, মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিয়োগে চরম বিশৃঙ্খলা

অমরনাথ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ৬৬১ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জেন, রেসপিরেটরি মেডিসিন ফিজিসিয়ান, হাড়ের সমস্যা বিশেষজ্ঞসহ ৯৮ জন নার্স রয়েছেন। এছাড়া, বালতাল এবং চন্দনওয়াড়িতে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

প্রতি বছর প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় প্রাকৃতিক গুহায় শ্বেতশুভ্র অমরনাথ লিঙ্গ দর্শন করতে ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নজরদারি করছে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প, মোবাইল এক্সরে ইউনিটও স্থাপন করা হয়েছে। দেশের ২৩টি এইমস হাসপাতালসহ ১২টি রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের এই যাত্রায় স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।