Homeখবরদেশপরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

আজ, সোমবার প্রশ্ন ফাঁস এবং অন্যান্য অনিয়মের জন্য নিট (NEET UG 2024) পরীক্ষা বাতিল করার আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। প্রথমার্ধের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ৪ মে তারিখের আগে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

এ দিনের শুনানিতে পুনরায় পরীক্ষার দাবিতে আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী নরেন্দ্র হুডা আদালতকে বলেন, পরীক্ষক সংস্থা এনটিএ ঘোষিত ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। সংস্থাটি সমস্ত ভারতীয় র‌্যাঙ্ক এবং পরীক্ষা কেন্দ্রগুলির ক্রমিক নম্বরগুলিকে আটকে রেখেছে এবং ফলাফল ঘোষণার ডেটার নামে ৫ হাজার পিডিএফ দিয়েছে।

হুডা আরও বলেন, “তারা স্বীকার করেছে যে একটা ফাঁসের ঘটনা ঘটেছে, তারা স্বীকার করেছে যে হোয়াটসঅ্যাপে সেই ফাঁস হওয়া প্রশ্ন প্রচারও হয়েছে। বিহার পুলিশের তদন্তে দেখা গেছে যে ফাঁসটি ৪ মে হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কে প্রশ্নপত্র জমা দেওয়ার আগেই এসব হয়েছিল।”

হুডা আরও বলেন, “নিট – এর ফাঁস একটি গ্যাংয়ের হাতের কাজ। যারা এর আগেও এই ধরনের ক্ষেত্রে কাজ করেছে। এটা মোটেই একজন পিয়নের একটি প্রশ্নপত্র ফাঁস করার ঘটনা নয়। বিহার পুলিশকে সমস্ত উপকরণ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। যার মধ্যে সমস্ত উপকরণ উদ্ধার করা হয়েছে। ডায়েরি, রিপোর্ট ইত্যাদি”।

এ দিনের শুনানির উলেখযোগ্য বিষয়টি হল প্রশ্ন ফাঁসের তারিখ। শুনানির সময়, সলিসিটর জেনারেল যুক্তি দিয়েছিলেন যে মধ্যস্থতাকারী অমিত আনন্দ ৪ মে রাতে ছাত্রদের সংগ্রহ করছিলেন, যাতে তারা ৫ মে ফাঁস হওয়া প্রশ্নপত্র পেতে পারেন। কিন্তু এ ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, “এটি ইঙ্গিত দেয় যে শিক্ষার্থীদের বলা হয়েছিল ৪ মে সন্ধ্যায় উত্তর মুখস্থ করতে, এবং এর মানে হল ৪ মে তারিখের আগে প্রশ্ন ফাঁস হয়েছিল।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। আচমকা ৪ জুন (লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন) নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কারচুপির অভিযোগ আগেই উঠেছিল। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকার ফলাফলে অনিয়মকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার শহর ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে এনটিএ।

আরও পড়ুন: NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।