Homeখবরদেশপরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

আজ, সোমবার প্রশ্ন ফাঁস এবং অন্যান্য অনিয়মের জন্য নিট (NEET UG 2024) পরীক্ষা বাতিল করার আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। প্রথমার্ধের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ৪ মে তারিখের আগে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

এ দিনের শুনানিতে পুনরায় পরীক্ষার দাবিতে আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী নরেন্দ্র হুডা আদালতকে বলেন, পরীক্ষক সংস্থা এনটিএ ঘোষিত ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। সংস্থাটি সমস্ত ভারতীয় র‌্যাঙ্ক এবং পরীক্ষা কেন্দ্রগুলির ক্রমিক নম্বরগুলিকে আটকে রেখেছে এবং ফলাফল ঘোষণার ডেটার নামে ৫ হাজার পিডিএফ দিয়েছে।

হুডা আরও বলেন, “তারা স্বীকার করেছে যে একটা ফাঁসের ঘটনা ঘটেছে, তারা স্বীকার করেছে যে হোয়াটসঅ্যাপে সেই ফাঁস হওয়া প্রশ্ন প্রচারও হয়েছে। বিহার পুলিশের তদন্তে দেখা গেছে যে ফাঁসটি ৪ মে হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কে প্রশ্নপত্র জমা দেওয়ার আগেই এসব হয়েছিল।”

হুডা আরও বলেন, “নিট – এর ফাঁস একটি গ্যাংয়ের হাতের কাজ। যারা এর আগেও এই ধরনের ক্ষেত্রে কাজ করেছে। এটা মোটেই একজন পিয়নের একটি প্রশ্নপত্র ফাঁস করার ঘটনা নয়। বিহার পুলিশকে সমস্ত উপকরণ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। যার মধ্যে সমস্ত উপকরণ উদ্ধার করা হয়েছে। ডায়েরি, রিপোর্ট ইত্যাদি”।

এ দিনের শুনানির উলেখযোগ্য বিষয়টি হল প্রশ্ন ফাঁসের তারিখ। শুনানির সময়, সলিসিটর জেনারেল যুক্তি দিয়েছিলেন যে মধ্যস্থতাকারী অমিত আনন্দ ৪ মে রাতে ছাত্রদের সংগ্রহ করছিলেন, যাতে তারা ৫ মে ফাঁস হওয়া প্রশ্নপত্র পেতে পারেন। কিন্তু এ ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, “এটি ইঙ্গিত দেয় যে শিক্ষার্থীদের বলা হয়েছিল ৪ মে সন্ধ্যায় উত্তর মুখস্থ করতে, এবং এর মানে হল ৪ মে তারিখের আগে প্রশ্ন ফাঁস হয়েছিল।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। আচমকা ৪ জুন (লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন) নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কারচুপির অভিযোগ আগেই উঠেছিল। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকার ফলাফলে অনিয়মকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার শহর ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে এনটিএ।

আরও পড়ুন: NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...