Home খবর দেশ NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

0

নিট নিয়ে শিক্ষামন্ত্রীকে খোঁচা রাহুল গান্ধীর, পাল্টা ধর্মেন্দ্র প্রধান….

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট (NEET)-এ প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখোমুখি কংগ্রেস সাংসদ এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদে উত্তপ্ত বিনিময় শুরু হয় তাঁদের মধ্যে।

এ দিন রাহুল গান্ধী বলেন, “এটি সমগ্র দেশের কাছে স্পষ্ট যে আমাদের পরীক্ষা পদ্ধতিতে একটি খুব গুরুতর সমস্যা রয়েছে, শুধুমাত্র নিট-এ নয়, সমস্ত বড় পরীক্ষায়”। একই সঙ্গে তিনি বলেন, “নিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে দোষারোপ করেন তিনি ( ধর্মেন্দ্র প্রধান)। আমার মনে হয় এখানে কী চলছে তার মৌলিক বিষয়গুলি বোঝেন না তিনি।”

রাহুল দাবি করেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী এটাকেট জালিয়াতি বলে মনে করে। অনেকেই এমনটা ভেবে নিয়েছে, আপনি যদি ধনী হন এবং আপনার কাছে যদি টাকা থাকে তবে আপনি ভারতীয় পরীক্ষা পদ্ধতি কিনতে পারেন এবং এটা নিয়ে বিরোধীরাও একই একমত। তিনি এই বিষয়ে পৃথক একদিনের আলোচনার দাবি জানান।

রাহুলের অভিযোগের পাল্টা জবাব দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি, তিনি যত দিন শিক্ষামন্ত্রী রয়েছেন, ততদিন কোনো পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়নি। তিনি বলেন, “গত সাত বছরে প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই (NEET) বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এনটিএ – এর মাধ্যমে ২৪০ টিরও বেশি পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছে”।

শিক্ষামন্ত্রীকে আরও কোণঠাসা করার উদ্দেশে, রাহুলের পাল্টা প্রশ্ন, “যেহেতু এটি (NEET) একটি পদ্ধতিগত সমস্যা, আপনি এই সমস্যাটি ঠিক করার জন্য ঠিক কী কী করছেন?”

শিক্ষামন্ত্রী কড়া জবাব দিয়ে বলেন, “শুধু চিৎকার করে মিথ্যা সত্য হয়ে যাবে না। বিরোধী দলনেতা যে দেশের পরীক্ষা পদ্ধতিকে আবর্জনা বলছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

এরই মধ্যে ময়দানে নেমে পড়েন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, “এই সরকার প্রশ্ন ফাঁসের রেকর্ড তৈরি করবে। এমন কিছু কেন্দ্র আছে যেখানে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। যতদিন ইনি মন্ত্রী (শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান) থাকবেন, ছাত্ররা বিচার পাবে না।”

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি রাজনীতি করতে চাই না, তবে অখিলেশ যাদব যখন দায়িত্বে ছিলেন তখন কতগুলি প্রশ্ন ফাঁস হয়েছিল তার একটি তালিকা আমার কাছে আছে” ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version