Homeখবরদেশঅশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

অশান্ত বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরলেন

প্রকাশিত

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এ তথ্য জানানো হয়। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান এবং মলদ্বীপের ছাত্রছাত্রীরাও বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন।

বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই হিংসার রূপ নেয়। দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনার সরকার কঠোর পদক্ষেপ নেয়। ঢাকার রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্রছাত্রীরা। দেশে ফেরার চেষ্টা শুরু করেন তাঁরা।

পরিস্থিতি নজরে আসতেই ভারত সরকার দ্রুত ব্যবস্থা নেয়। ঢাকায় ভারতীয় দূতাবাস ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং ধাপে ধাপে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রক জানায়, সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী ইতিমধ্যে দেশে ফিরেছেন। দূতাবাস তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে ছাত্রছাত্রীদের একাংশকে ফেরানো হয়েছে, বাকিদের বিমানে করে উড়িয়ে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রক আরও জানায়, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যাতে বাকি ছাত্রছাত্রীদেরও দ্রুত ফেরানো যায়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জন। গত কয়েক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের তীব্রতা বেড়ে যায় গত সোমবার থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা চাকরির ক্ষেত্রে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন।

রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং দুই শতাংশের মধ্যে এক শতাংশ অনগ্রসর শ্রেণির জন্য, বাকী এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...