Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেনকে ৪-২ গোলে হারিয়ে হকিতে...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেনকে ৪-২ গোলে হারিয়ে হকিতে ভারত সেমিফাইনালে

প্রকাশিত

ভারত: ১ (হরমনপ্রীত সিং) (৪) গ্রেট ব্রিটেন: ১ (লি মর্টেন) (২)  

খবর অনলাইন ডেস্ক: শ্রীজেশ আরেকবার প্রমাণ করলেন হকির মাঠে তিনি প্রকৃতই ‘গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’। প্রাচীরের মতো রক্ষা করলেন ভারতের গোল। গোটা ম্যাচে ১১টা সেভ করলেন তিনি। এর মধ্যে ১টা পেনাল্টি শুট আউট। মূলত তাঁরই দক্ষতায় অলিম্পিক হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেনকে ৪-২ গোলে হারাল ভারত।

এ দিনের একটা বড়ো ঘটনা হল ম্যাচের অধিকাংশ সময়ে ভারতের ১০ জনে খেলা। দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার কিছুক্ষণ পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অমিত রোহিদাসকে। ৪২ মিনিট ধরে ভারতের বাকি ১০ জন হকি-যোদ্ধা লড়াই চালিয়ে যান। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউটে। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে হার মানতে হয় গ্রেট ব্রিটেনকে। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে জার্মানি বনাম আর্জেন্তিনা ম্যাচের বিজয়ীর সঙ্গে।

নির্ধারিত সময়ে ১-১

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। এই কোয়ার্টারে গ্রেট ব্রিটেনের আক্রমণ কিছু বেশি ছিল। কিন্তু শ্রীজেশ আর জারমানপ্রীতের দক্ষতায় স্কোর ০-০ থাকে। দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার একটু পরেই গ্রেট ব্রিটেনের আক্রমণভাগের খেলোয়াড়কে বিশ্রীভাবে চ্যালেঞ্জ জানিয়ে লাল কার্ড দেখেন অমিত। ভারত ১০ জনের দল হয়ে যায়।

জয়ের পরে ভারতীয় দল। মাঝে অধিনায়ক হরমনপ্রীত সিং। ছবি ‘X’ থেকে নেওয়া।  

ম্যাচের ২২ মিনিটে হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। কিন্তু ৫ মিনিট পরেই গোল শোধ করে গ্রেট ব্রিটেন। লি মর্টেনের গোলে স্কোর দাঁড়ায় ১-১। বিরতির পরে তৃতীয় কোয়ার্টারে শ্রীজেশ দারুণ ভাবে একটি গোল বাঁচান। গ্রেট ব্রিটেন ২-১ গোলে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয়। চতুর্থ কোয়ার্টারে দু’ পক্ষই গোল করার সুযোগ পায়। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউটে।

পেনাল্টি শুট আউটে জয়  

পেনাল্টি শুট আউটে গ্রেট ব্রিটেন ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান হরমনপ্রীত। স্কোর দাঁড়ায় ১-১। আবার গ্রেট ব্রিটেন ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর সুখজিৎ-এর গোলে স্কোর দাঁড়ায় ২-২।

তৃতীয় সুযোগটি নষ্ট করে গ্রেট ব্রিটেন। কিন্তু ভারতের ললিত উপাধায় গোল করলে ম্যাচের ফল দাঁড়ায় ৩-২। চার নম্বর পেনাল্টি শুট আউট থেকেও গোল করতে পারল না গ্রেট ব্রিটেন। কিন্তু ভারতের রাজকুমার পাল গোল করায় চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৪-২। ১০ জনের ভারতীয় দল গ্রেট ব্রিটেনকে হারিয়ে সকলের প্রশংসা কুড়িয়ে গেল।

আরও পড়ুন   

প্যারিস অলিম্পিক্স ২০২৪: তৃতীয় পদক জেতা হল না মনু ভাকেরের, হেরে গেলেন দীপিকা কুমারীও                

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।