Homeখবরকলকাতাচাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ

চাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপের মুখে সোমবার সকালে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে, তাঁর ইস্তফার পরেও আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকরা লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার দাবি তুলেছেন এবং মুখের কথায় তাঁরা পদত্যাগ মানতে নারাজ।

সোমবার সাংবাদিকদের সামনে নিজের ইস্তফা ঘোষণার সময় ডা. ঘোষ বলেন, ‘‘আমার পদত্যাগই ছাত্রছাত্রীদের কাম্য ছিল এবং সারা রাজ্যের এই দাবি ছিল বলে মনে হয়েছে। আশা করি, এ বার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা তাঁদের কাজে ফিরে যাবেন।’’ তিনি আরও বলেন, ‘‘গত কয়েক দিনে আমি এবং আমার পরিবার যে মানসিক যন্ত্রণা সহ্য করেছি, তা অসহনীয়। তাই, বাবা হিসাবে আমি লজ্জিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’

সোমবার আরজি করের বাইরে দাঁড়িয়েই সন্দীপ ঘোষ বলেন, “ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে যান ঘটনার ২ ঘণ্টার মধ্যে। পুলিশ পৌঁছে যায়। সিপিও আসেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। সে রকম যদি হত, আমার হাসপাতালের সিসিটিভি ফুটেজ ১ ঘণ্টার মধ্যে আমি পুলিশকে হ্যান্ডওভার করতাম না। অনেক ক্ষেত্রে দোষীদের ধরতেই পুলিশের অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগেনি। ১ জনকে অন্তত ২৪ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছে।”

যদিও তিনি পদত্যাগ করেছেন, সন্দীপ ঘোষের মতে, আরজি করের এই ঘটনার পেছনে রয়েছে ‘রাজনীতির খেলা’। তাঁর মতে, এই ঘটনা নিয়ে কিছু বিরুদ্ধ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে। তবে, তিনি সরকারি কর্মচারী হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

অধ্যক্ষের পদত্যাগের পরেও আন্দোলনকারীরা তাঁদের দাবি থেকে সরছেন না। আন্দোলনকারীদের মধ্যে এক জন জানান, ‘‘আমরা মুখের কথায় বিশ্বাস করি না। আমাদের লিখিত পদত্যাগপত্র চাই। আমাদের একাধিক দাবি রয়েছে এবং সব দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চলবে।’’

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। প্রথমে তাঁরা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেন এবং সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়। তাঁদের দাবি, উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।