Homeখবরদেশভারত-চিন সীমান্তে ফের সংঘর্ষ? কী বলছে ভারতীয় সেনাবাহিনী

ভারত-চিন সীমান্তে ফের সংঘর্ষ? কী বলছে ভারতীয় সেনাবাহিনী

প্রকাশিত

ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ নতুন কোনো বিষয় নয়। ২০২০ সালে, পূর্ব লাদাখে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল সেবার।

সেই সংঘর্ষের পরই সীমান্তে উত্তেজনা কমাতে দুই পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনী এবং চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মধ্যে উত্তেজনা হ্রাস করাই ছিল ওই বৈঠকগুলির মূল এবং একমাত্র উদ্দেশ্য। তার পরেও দু’দেশের সীমান্তে চাপা উত্তেজনা অব্যাহত। প্রায়শই সংঘর্ষের জল্পনা ছড়ায়। ঠিক যেমনটা হয়েছে সম্প্রতি।

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) আবারও চিনা সৈন্যদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়েছে। এটাও দাবি করা হচ্ছে যে এলএসি-র পরিবেশ ক্রমাগত খারাপ হচ্ছে। দুই সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে, যা সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। একই সঙ্গে, এখন এই পুরো বিষয়টি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি (ফ্যাক্ট চেক) দেওয়া হয়েছে, যা এ ধরনের জল্পনার সম্পূর্ণ অবসান ঘটিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। এতে পূর্ব লাদাখে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষের খবরকে ভুয়ো বলে আখ্যা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্তে এমন কোনও ঘটনা ঘটেনি। সেনাবাহিনী বলেছে যে জনগণকে গুজব এড়াতে হবে কারণ এমন কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি।

পোস্টে সেনাবাহিনী বলেছে, ‘গুজব এড়িয়ে চলুন। ভারতীয় সেনা ও পিএলএ সৈন্যদের মধ্যে সংঘর্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বার্তা প্রচার করা হচ্ছে। এ খবর ভুল এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবাইকে ভুয়ো খবর থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’ পোস্টটিতে এমন কিছু স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে, যেগুলিতে এই গুজব ছড়ানো হয়েছিল।

আরও পড়ুন: এ বার শেখ হাসিনাকে ফেরানোর কথা ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কী ভাবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।