Homeখবরকলকাতা'এটি আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন', আরজি কর হিংসা নিয়ে স্বীকারোক্তি পুলিশ...

‘এটি আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন’, আরজি কর হিংসা নিয়ে স্বীকারোক্তি পুলিশ কমিশনারের

প্রকাশিত

আরজি কর হাসপাতালে সাম্প্রতিক হিংসাত্মক হামলার বিষয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বৈঠকের শুরুতেই তিনি দুটি ভিডিয়ো দেখান, যেখানে আন্দোলনের মুহূর্তগুলো ধরা পড়েছে। একটিতে দেখা যায়, কিভাবে হাজার হাজার মানুষ হাসপাতালে প্রবেশ করছেন এবং আরেকটিতে ধোঁয়া ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হচ্ছে। 

পুলিশ কমিশনার জানান, স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা জমায়েত নিয়ন্ত্রণ করা কঠিন, বিশেষত যেখানে কোনো নেতা নেই। সারা কলকাতা জুড়ে যে জমায়েতের ঘটনা ঘটেছিল, তা শান্তিপূর্ণ হবে বলে আশা করেছিল পুলিশ। তবে, আন্দোলন যে হঠাৎ হিংসাত্মক হয়ে উঠবে, তা পুলিশ অনুমান করতে পারেনি। এই ব্যাপারে সিপি বিনীত গোয়েল বলেন, “এটি আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন।” তিনি জানান, আরজি কর হাসপাতালে ডিসিপি পর্যায়ের পুলিশও মোতায়েন ছিল, কিন্তু হামলায় ডিসিপির আহত হওয়ার ফলে পুলিশ বাহিনী কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে পড়ে।

আরজি করের ঘটনার পর সমাজমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে। পুলিশ কমিশনার গুজব না ছড়ানোর অনুরোধ করেন এবং বলেন, “আমাদের প্রমাণ ছাড়া কাউকে ধরার সুযোগ নেই। আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। প্রমাণের অপেক্ষায় আছি। দয়া করে গুজব ছড়াবেন না।”

আরজি করের তদন্ত এখন সিবিআইয়ের হাতে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি ভরসা রাখতে বলেন সিপি। তিনি আশ্বাস দেন, সিবিআই প্রমাণ-সহ কাজ করবে এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।

বুধবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এছাড়া, একটি আধিকারিক জানান যে, মৃতার পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেনি এবং আত্মহত্যার কোনও কথাও পুলিশ বলেনি। তাই এই নিয়ে অযথা গুজব ছড়ানো হয়েছে বলে জানান তিনি।

হামলার মুহূর্তের ব্যাখ্যায় সিপি জানান, ডিসিপির মাথায় আঘাতের ফলে ফোর্স সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়ে, যা সামলাতে কিছুটা সময় লেগেছে। এর ফলে পুলিশের উপর হামলা হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মৃতার ময়নাতদন্তের ভিডিয়ো সিবিআইকে হস্তান্তর করা হয়েছে এবং সিপি জানান, “স্বচ্ছতার জন্য আর কী করা প্রয়োজন, আমার জানা নেই।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।