Homeখবরকলকাতাবন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর

বন্‌ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা তাঁদের সহকর্মী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার চাইছেন, তবে হিংসাত্মক আন্দোলনের পথে তাঁরা হাঁটতে রাজি নন। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ (ডব্লিউবিজেডিএফ)-এর তরফে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হিংসা নয়, শান্তিপূর্ণ আন্দোলনই তাঁদের পথ। তাঁদের মতে, সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার অর্জন সম্ভব, আর তার জন্য পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে এবং আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে মঙ্গলবার কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ও জলকামান ব্যবহার করতে হয়েছে। এর প্রতিবাদে বুধবার বিজেপি ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে। তবে ডব্লিউবিজেডিএফ এই বন্‌ধকে সমর্থন করেনি।

আরজি করের নির্যাতিতাকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উৎসর্গ মমতার, যুব সমাজকে দিলেন বিশেষ বার্তাও

ডব্লিউবিজেডিএফ-এর সদস্যরা জানান, তাঁদের দাবি ন্যায়বিচার এবং নিরাপত্তা, কিন্তু তাঁরা কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আন্দোলনে সমর্থন জানাচ্ছেন না। মঙ্গলবার আরজি করের এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘‘ডব্লিউবিজেডিএফের তরফে বিচারের দাবিতে বুধবার পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে আমরা ন্যায়বিচারের দাবি জানাব।’’

ইতিমধ্যে আরজি কর হাসপাতালের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েন করা হয়েছে এবং হাসপাতাল চত্বরে কোনও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে আয়োজিত কনভেনশনটি কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গত ২১ আগস্ট, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটি মিছিল করেছিলেন আরজি করের চিকিৎসকরা, এবং সেই মিছিলেও কোনো অশান্তি হয়নি।

তবে, আরজি করের ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের পরিবার মঙ্গলবার দুপুরে তাঁদের সমর্থন প্রকাশ করেছেন চিকিৎসকদের আন্দোলনের প্রতি। তাঁদের আশঙ্কা, আন্দোলন থেমে গেলে বিচারপ্রক্রিয়া শ্লথ হয়ে যেতে পারে। চিকিৎসকরাও শান্তিপূর্ণ আন্দোলনকে জারি রাখতে বদ্ধপরিকর।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

আরও পড়ুন

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...