Homeখেলাধুলোক্রিকেটআইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয় আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে এত কম বয়সে কেউ আইসিসি-র প্রধান পদে বসেননি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর। তিনি দু’ দফায় ২০২০ সাল থেকে আইসিসি-র চেয়ারম্যান রয়েছে। তৃতীয় দফায় তিনি আর চেয়ারম্যান থাকবেন না বলে তিনি জানিয়ে দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২৭ আগস্ট শেষ তারিখ ধার্য করেছিল আইসিসি-র বোর্ড অফ ডিরেক্টরস। একটা বেশি মনোনয়নপত্র জমা পড়লে নির্বাচন হত। কিন্তু একমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সম্পাদক জয় শাহের মনোনয়নপত্র জমা পড়ে। ফলে তিনিই আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

আইসিসি-র তরফে এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, “আমি বিনীতভাবে বলছি আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারে বসার জন্য মনোনীত হয়েছি। ক্রিকেটকে আরও বিশ্বজনীন করার জন্য আইসিসি টিম এবং সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি দায়বদ্ধ।”

জয় শাহ পঞ্চম ভারতীয় যিনি আইসিসি-র চেয়ারম্যানপদ অলংকৃত করছেন। এর আগে ওই পদে ভারতীয় হিসাবে ছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর।

মাত্র ২১ বছর বয়সে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হন জয়। ২০০৯ সালে তিনি গুজরাতের ক্রিকেট প্রশাসনে আসেন। ২০১৯-এর অক্টোবর থেকে তিনি বিসিসিআই-এর সেক্রেটারিপদে রয়েছেন। ২০২২ সালে তিনি আইসিসি-র ‘ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স’ কমিটির সদস্য হন এবং ২০২৩-এ এর প্রধান হন। ২০২২-এ জয় শাহ আবার বিসিসিআই-এর সেক্রেটারি হন। তাঁর এই পদে থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫-এ। কিন্তু আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর তাঁকে বিসিসিআই-এর সেক্রেটারিপদ ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত জয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...