Homeখবরকলকাতানতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ, বিদায়ী গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির না

নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ, বিদায়ী গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির না

প্রকাশিত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ পন্থ। শনিবার নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়। বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধির আবেদন দিল্লির তরফে অনুমোদিত না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজকেই নতুন মুখ্যসচিব হিসেবে বেছে নিয়েছেন।

গত ৩১ মে, গোপালিকের মুখ্যসচিব হিসেবে মেয়াদ শেষ হয়েছিল। নবান্ন থেকে তাঁর মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর আবেদন জানানো হয়েছিল দিল্লিতে। প্রথম বার কেন্দ্রীয় সরকার সেই মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করলেও, দ্বিতীয় বার মেয়াদ বৃদ্ধির আবেদনে অনুমোদন দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবারই এই বিষয়ে নবান্নে আলোচনা চলছিল এবং অনুমান করা হচ্ছিল যে দিল্লি হয়তো এবার মেয়াদ বৃদ্ধি করবে না। তবে শনিবার বিকেল পর্যন্ত অপেক্ষা করার পর, নতুন মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থকে নিয়োগ করা হয়।

মনোজ পন্থ এমন একটি সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন যখন রাজ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা মনোজ পন্থের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাড়িতে বসেই রক্তপরীক্ষার মাধ্যমে বোঝা যাবে প্রাণঘাতী ব্রেন ক্যানসার

শুক্রবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল করেছিলেন। অর্থসচিব পদ থেকে সরিয়ে মনোজ পন্থকে সেচ ও জলসম্পদ দফতরের অতিরিক্ত সচিব করা হয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আরও বড় দায়িত্ব দিয়ে মুখ্যসচিবের পদে আনা হল।

এছাড়া, অর্থ দফতরের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রভাতকুমার মিশ্র। প্রভাতকুমার আগে সেচ ও জলসম্পদ দফতরের সচিব ছিলেন। অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার রোশনি সেনকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে মৎস্য দফতরের পাশাপাশি জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গোরুমারায় মোষের গাড়িতে জঙ্গল সাফারি! ডুয়ার্সে নতুন অভিজ্ঞতায় মুগ্ধ পর্যটকরা

ডুয়ার্সের গোরুমারার জঙ্গলে বেড়াতে এসে এবার পর্যটকদের জন্য নতুন রোমাঞ্চ। জিপসি নয়, মোষের গাড়িতে...

নিম্নচাপ ঘনীভূত, শনিবার স্থলভাগে প্রবেশ, পুজোয় কি বৃষ্টি হবে?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। শনিবার সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতাতেও ভিজবে পুজো।

এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

পাকিস্তান: ১৩৫-৮ (মহম্মদ হ্যারিস ৩১, তাসকিন আহমেদ ৩-২৮, রিশাদ হোসেন ২-১৮, মেহেদি হাসান ২-২৮) বাংলাদেশ:...

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে। ওড়িশা-অন্ধ্র উপকূলে প্রবেশ করলেও সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কতটা প্রভাব পড়বে বাংলায় জানাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

রাতভর রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা! ৭ জনের মৃত্যু, জলমগ্ন হাসপাতাল থেকে রেললাইন, কী বলছে হাওয়া অফিস?

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলমগ্ন, রেল-রাস্তায় পরিষেবা ব্যাহত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের। পুজোর আগে আশঙ্কা আরও বাড়ল।