Homeখবররাজ্যদীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুজোয় আসছে তিন হাজার টন বাংলাদেশের ইলিশ, দাম...

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুজোয় আসছে তিন হাজার টন বাংলাদেশের ইলিশ, দাম কি কমবে?

প্রকাশিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এ বছর দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশের ইলিশ। প্রায় তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দিল বাংলাদেশ সরকার। শনিবার, ২১ সেপ্টেম্বর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর তরফে জানানো হয়েছে যে, প্রতি বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে পুজোর জন্য বাংলাদেশ থেকে ইলিশ চলে আসে। কিন্তু এ বছর বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল। তবে শেষ পর্যন্ত দুর্গাপুজোর উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, যাঁরা ইতিমধ্যেই মাছ আমদানি করার জন্য আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুনভাবে যাঁরা আমদানির জন্য আবেদন করতে চান, তাঁদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন অমর প্রীত সিং, জানেন কি তিনি কে

‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, “মাছ আসছে নিশ্চিত, তবে মাছের দাম কতটা কমবে বা বাড়বে তা বলা কঠিন। ইলিশের দাম এমনিতেই আকাশছোঁয়া। যদি পরিমাণে বেশি ইলিশ আসে, তবে দাম কিছুটা কমবে, অন্যথায় দাম বেশিই থাকবে।”

এ বছরের শুরুতে ইলিশ চেয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকে চিঠি পাঠায় এই সংগঠন। কিন্তু সেই চিঠির জবাবে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার দুঃখপ্রকাশ করে বলেছিলেন, “পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাই, তবে এ বছর অভ্যন্তরীণ চাহিদার কারণে আমরা ইলিশ রফতানি করতে পারব না। বাংলাদেশের বাজারে ইলিশের দাম এবং সরবরাহে ঘাটতি রয়েছে, তাই দেশের মানুষকে বঞ্চিত করে আমরা ইলিশ রফতানি করতে পারব না।”

বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তে অনড় ছিল এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গুরুত্ব দিয়েছিল। তবে ভারত ও বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে, শেষমেশ তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হলো।

প্রথমে মনে করা হয়েছিল, এ বছর পুজোর মরশুমে বাঙালির পাতে ইলিশ উঠবে না। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বয়ে গেছে পশ্চিমবঙ্গের বাজারে। ইলিশ প্রিয় বাঙালিরা এখন অপেক্ষায় রয়েছেন, কবে বাজারে আসবে এই বহুল প্রতীক্ষিত বাংলাদেশি ইলি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।