Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা...

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা দেখাচ্ছেন বোলিং-এ

প্রকাশিত

ভারত: ৩৭৬ ও ২৮৭-৪ (ডিক্লেয়ার্ড) (শুবমন গিল ১১৯ নট আউট, ঋষভ পন্থ ১০৯, মেহেদি হাসান মিরাজ ২-১০৩)

বাংলাদেশ: ১৪৯ ও ১৫৮-৪ (নাজমুল হাসান শান্ত ৫১ নট আউট, শাদমান ইসলাম ৩৫, রবিচন্দ্রন অশ্বিন ৩-৬৩)  

চেন্নাই: প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতই রাজ করল। ব্যাটিং-এ বাজিমাত করলেন শুবমন গিল ও ঋষভ পন্থ এবং জয়ের জন্য বাংলাদেশের সামনে খাড়া করলেন এক বিশাল লক্ষ্যমাত্রা – ৫১৫। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিং-এ খেল দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে বাংলাদেশ এখনও জয় থেকে ৩৫৭ রান দূরে। হাতে ৬ উইকেট।

তৃতীয় দিনে পিচ ভাঙেনি আর সিমের গতিপ্রকৃতিও অনেক স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রথম দিনের ১.৩ ডিগ্রি থেকে তৃতীয় দিনে ০.৪ ডিগ্রি। ব্যাটিং-এর পক্ষে দুর্দান্ত পিচ। ফলে দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ৮১ রান করে ফিরে গেলেও তৃতীয় দিনে তারা রান নিয়ে গেল ২৮৭-তে, মাত্র ১ উইকেট হারিয়ে। অর্থাৎ তৃতীয় দিনে ভারত করল ১ উইকেটে ২০৬। ১০৯ রান করে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটি করলেন ঋষভ এবং শুবমন তাঁর পঞ্চম সেঞ্চুরিতে নট আউট থাকলেন ১১৯ করে।

বাংলাদেশ যখন ব্যাট করছিল তখনও পিচের অবস্থা একেবারে নিরামিষ। তাতেই নিজের টানা বোলিং স্পেলে জাদু দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের ৪ উইকেটের মধ্যে ৩টিই পকেটে পুরে নিলেন অশ্বিন ৬৩ রান দিয়ে।

অশ্বিনের তিন নম্বর উইকেট। মুসফিকুর রহিম আউট। ছবি বিসিসিআই-এর ‘এক্স’ থেকে নেওয়া।

ভারত ৮১-৩ থেকে ২৮৭-৪  

চেন্নাইয়ের মাঠে ৮১-৩ স্কোর নিয়ে ব্যাট করতে নামেন শুবমন ও ঋষভ। বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে তাঁরা স্বচ্ছন্দে ব্যাট করে যেতে থাকেন। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে তোলেন ১৬৭ রান। দুজনের মধ্যে ঋষভ কিঞ্চিৎ বেশি আক্রমণাত্মক ছিলেন। ভারতের যে একমাত্র উইকেটটি পড়ে সেটি হল ঋষভেরই। ১২৮ বলে ১০৯ রান (৪টে ছয় ও ১৩টা চার) করে মেহেদি হাসান মিরাজের বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরে যান ঋষভ। শুবমনের সঙ্গী হল কে এল রাহুল। দুজনে অবিচ্ছেদ্য থেকে দলের রান ২৮৭-তে নিয়ে যাওয়ার পর ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ১৭৬ বলে ১১৯ রান (৪টে ছয় ও ১০টা চার)  করে নট আউট থাকেন শুবমন। আর রাহুল নট আউট থাকেন ১৯ বলে ২২ রান করে।

লক্ষ্যমাত্রা থেকে এখনও ৩৫৭ রান দূরে বাংলাদেশ

জয়ের জন্য বাংলাদেশের সামনে এক বিশাল লক্ষ্যমাত্রা স্থাপন করে ভারত – ৫১৫ রান। তবে ক্রিকেটে অসম্ভব বলে তো কিছু হয় না। হাতে প্রায় আড়াই দিন সময়। সেটাই মাথায় রেখে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন জাকির হাসান এবং শাদমান ইসলাম। শুরুটা মন্দ করেননি দুই ওপেনিং ব্যাটার। তাঁরা ১৬.২ ওভার অবিচ্ছেদ্য থেকে রান টেনে নিয়ে যান ৬২-তে।

কিন্তু দলের ৬২ রানে জসপ্রীত বুমরাহের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে জাকির (৩৩ রান) প্যাভিলিয়নের পথ ধরার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ১৪৬ রানের মধ্যে একে একে ফিরে যান শাদমান ইসলাম (৩৫ রান), মমিনুল হক (১৩ রান) এবং মুসফিকুর রহিম (১৩ রান)। এঁরা সকলেই রবিচন্দ্রন অশ্বিনের শিকার। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৮ রান। অর্ধশতরান লড়ে যাচ্ছেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৬০ বলে ৫১ রান) এবং শাকিব আল হাসান (১৪ বলে ৫ রান)। জিততে হলে ভারতকে এখনও করতে হবে ৩৫৭ রান। হাতে রয়েছে ৬ উইকেট আর অঢেল সময়। পাক্কা দুদিন।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: বুমরাহর ৪ উইকেট, মোক্ষম সময়ে আঘাত জাদেজার, ভারত এগিয়ে ৩০৮ রানে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...