Homeখবররাজ্যবন্যা পরিস্থিতিতে তিন জেলায় রাজ্য সরকারের পদক্ষেপ কী, জানতে চাইল হাইকোর্ট

বন্যা পরিস্থিতিতে তিন জেলায় রাজ্য সরকারের পদক্ষেপ কী, জানতে চাইল হাইকোর্ট

প্রকাশিত

কলকাতা হাই কোর্ট জানতে চেয়েছে, রাজ্যের বন্যাকবলিত তিন জেলায়, বিশেষত পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায়, ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে। বৃহস্পতিবার, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়। আগামী ৩ অক্টোবরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

কলকাতা হাই কোর্টে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা করেন আইনজীবী শঙ্কর দলপতি। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানতে চায়, বিশেষ করে তিন জেলায়, যেখানে বন্যার কারণে পরিস্থিতি সংকটজনক, সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জমা জলের পরিমাণ বেড়ে যায়। এরপর ডিভিসি থেকে জল ছাড়া হলে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

রাজ্যের অভিযোগ, ডিভিসি পূর্ব সতর্কতা ছাড়াই জল ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে দোষারোপ করেছে রাজ্য সরকার। অন্যদিকে, বিরোধীদের দাবি, রাজ্য সরকার নিজেদের বাঁধ থেকেও জল ছেড়েছে, যার ফলেই বন্যার মাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে রাজ্যের সেচ দফতর থেকে আটটি জেলার প্রশাসনকে আগে থেকেই জল ছাড়া হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

বন্যার্তদের পাশে ডিভিসি

এই পরিস্থিতিতে, ডিভিসি তাদের কর্মীদের এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য আবেদন জানিয়েছে। ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার এক বার্তায় উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছেন। তাই এই দুর্যোগের সময়ে তাঁদের সাহায্য করা আমাদের সমবেত দায়িত্ব।

ডিভিসির এই ত্রাণ উদ্যোগ কর্মীদের জন্য ঐচ্ছিক। যদি কোনও কর্মী অনিচ্ছুক থাকেন, তাহলে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইমেলের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

এদিকে, কলকাতা হাই কোর্ট রাজ্যের কাছ থেকে এই তিন জেলায় বন্যা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে স্পষ্ট তথ্য চাইছে। রাজ্য সরকারের দেওয়া রিপোর্টেই নির্ভর করবে এই মামলা কীভাবে এগোবে।

সব খবরের আপডেট পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।