Homeখবরদেশপর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

পর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: পর্যটকের ছদ্মবেশ নিয়ে এবং সাদা পোশাকে রাতের আগরা শহর দেখার সিদ্ধান্ত নিলেন এক মহিলা পুলিশ আধিকারিক। তাঁর উদ্দেশ্য ছিল রাতের শহরের নিরাপত্তা নিয়ে নিজের দফতরের ব্যবস্থাপনা খতিয়ে দেখার। পাশাপাশি অটোর ক্ষেত্রে মহিলারা রাতে কতটা নিরাপদ বোধ করবেন, সেটাও বুঝতে বেরিয়েছিলেন তিনি।

তাজমহলের জন্য বিখ্যাত পর্যটন শহর আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা এই পদক্ষেপের সূচনা করেছিলেন আগরা ক্যান্টনমেন্ট স্টেশনে। ৩৩ বছর বয়সি ওই পুলিশ আধিকারিক প্রথমে নিজেই দফতরেই ফোন করে বসেন সাহায্যপ্রার্থী হয়ে।

আপৎকালীন পরিস্থিতিতে যে হেল্পলাইন নাম্বার আছে সেই ১১২-তে ফোন করেন সুকন্যা। ওইদিকে ফোন ধরলে তিনি বলেন গভীর রাত এবং রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার ফলে তিনি ভয় পাচ্ছেন। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় তিনি যেন একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করেন এবং তাঁর অবস্থান সম্পর্কে সব তথ্য নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহলদারি বাহিনীর থেকে ফোন করে তাঁকে বলে হয়, সুকন্যাকে তাঁর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আসছেন।

তখনই ফোনে নিজের পরিচয় দেন সুকন্যা। বলেন, পুলিশের এই আপৎকালীন ব্যবস্থাটি কতটা সক্রিয় সেটা পরীক্ষা করার জন্য তিনি পর্যটকের ছদ্মবেশে তাদের ফোন করেছিলেন। পুলিশ যে তাঁর পরীক্ষায় পাশ করে গিয়েছে, সেটাও জানিয়ে দেন তিনি।

এর পরের পরীক্ষাটি ছিল অটোচালককে নিয়ে। রাস্তায় দাঁড়িয়েই একটি অটো ডাকেন সুকন্যা। কোথায় যেতে হবে, সেটা অটোচালককে বলার পর তার ভাড়াটি জেনে নেন। সেইমতো অটোতে উঠে যাত্রা শুরু করেন ওই পুলিশ আধিকারিক।

নিজের পরিচয় গোপন রেখেই রাস্তায় যেতে যেতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে ওই অটোচালককে নানা রকম প্রশ্ন করতে থাকেন সুকন্যা। অটোচালকের উত্তরে সন্তুষ্ট হন তিনি। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে তিনি অটোচালককে নিজের পরিচয় দেন এবং বলেন যে তিনিও এই পরীক্ষায় পাশ করে গিয়েছেন।

এসিপি সুকন্যার এই পদক্ষেপের কথা জানাজানি হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নাগরিক সমাজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।