Homeরাজ্যপুরুলিয়া'উন্নয়নের' জন্য ভেঙে ফেলা হল পুরুলিয়া স্টেশনের ঐতিহ্যশালী ভবন, প্রতিবাদে সরব যাত্রীরা

‘উন্নয়নের’ জন্য ভেঙে ফেলা হল পুরুলিয়া স্টেশনের ঐতিহ্যশালী ভবন, প্রতিবাদে সরব যাত্রীরা

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: উন্নয়নের নামে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হল পুরুলিয়া স্টেশনের হেরিটেজ ভবন। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লাল টালিতে ছাওয়া শতাব্দী প্রাচীন এই ইমারতের জায়গায় এখন ধংসস্তূপ। মনখারাপ প্রাক্তন রেলকর্মী থেকে যাত্রীদের। প্রতিবাদ উঠেছে আদ্রা ডিভিশনের রেলওয়ে ইউজ়ার্স অর্গানাইজেশনের তরফ থেকেও।

বেশ কিছুদিন ধরে পুরুলিয়া স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। তারই মধ্যে সম্প্রতি যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ফেলা হয়েছে ওই ভবনটি। বহু যাত্রীরই বক্তব্য, পুরুলিয়া স্টেশনে নামলে বাংলো প্যাটার্নের এই ভবনটির দিকে একবার চোখ পড়তই। এখান থেকেই অতীতে ট্রেন পরিচালনা করা হত। এখানেই ছিল প্রথম শ্রেণির ওয়েটিং রুম সমেত রেলের বেশ কিছু দফতর।

এই ভবনেই এক সময়ে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অবসরপ্রাপ্ত স্টেশন ম্যানেজার অচিন্ত্যময় বন্দ্যোপাধ্যায়। অতীতের কথা স্মরণ করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “পুরুলিয়া স্টেশনের পরিচয় ছিল ওই ভবনটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নতুনকে স্বীকার করে নিতেই হবে। কিন্তু তাই বলে ইতিহাসকে মুছে দেওয়া ঠিক নয়। বরং এই ভবনটিকে স্মারক হিসেবে রক্ষা করাই উচিত কাজ ছিল।”

ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ-পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুরুলিয়ার বহু পুরোনো রেল কোয়ার্টার ও অফিসঘর ভাঙা হয়েছে। যার মধ্যে একটি ওয়েটিং রুমে গান্ধীজি তাঁর সফরকালে এসেছিলেন বলে শোনা যায়। ধীরে ধীরে রেলের ঐতিহ্যবাহী সব ভবনই উন্নয়নের নামে ভেঙে ফেলা হচ্ছে।”

রেল কর্তৃপক্ষ অবশ্য এই ভবনটিকে হেরিটেজ বলতে নারাজ। তাঁদের কথায় অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে পুরুলিয়া স্টেশনটি। এই পরিস্থিতিতে ওই পুরোনো অফিসঘর এবং ওয়েটিং রুমগুলোকে ভেঙে ফেলা প্রয়োজনীয় হয়ে উঠেছিল। বিগত কয়েক বছরে ধাপে ধাপে উঁচু করা হয়েছে প্ল্যাটফর্ম। এ জন্য পুরোনো ভবনটি নীচে চলে গিয়েছিল। ফলে জল জমার সমস্যা দেখা দিয়েছিল।

রেলের বক্তব্য অবশ্য মানতে নারাজ বহু যাত্রী। তাঁদের মতে, প্ল্যাটফর্ম উঁচু হয়ে ভবনটির নীচে নেমে যাওয়া, জল জমা এগুলো সবই অজুহাত। আসানসোল ডিভিশনেই রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হয়েছে বহু হেরিটেজ ভবন। সেগুলো বাঁচিয়ে রাখা গেলে পুরুলিয়ার এই ভবনটিকে কেন বাঁচানো গেল না?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

পুরুলিয়ায় চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বিহারের বক্সার থেকে ঝাড়খণ্ডের টাটানগরগামী ১৮১৮৪ আপ ট্রেনে আচমকাই আগুন! বুধবার দুপুরে পুরুলিয়ার ছররা...

পুরুলিয়ায় মিলল বিশ্বের ক্ষুদ্রতম বন্য বিড়াল! নতুন প্রজাতির সন্ধানে চাঞ্চল্য

বিশ্বের ক্ষুদ্রতম বন্য বিড়ালের সন্ধান মিলল পুরুলিয়ায়! বিরল প্রজাতির এই বিড়ালটি বিজ্ঞানীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কীভাবে এই আবিষ্কার হল? বিস্তারিত জানুন।

পুরুলিয়ার পাহাড়পুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর, ক্ষুব্ধ গ্রামবাসীদের আগুনে ভস্মীভূত কারখানা

পুরুলিয়ার পাহাড়পুরে ডাম্পারের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা মহিলার মর্মান্তিক মৃত্যু। ক্ষুব্ধ গ্রামবাসীরা ডাম্পারের কারখানায় আগুন লাগিয়ে দেয়, ৫০০০ লিটারের ডিজেল ট্যাঙ্কারও পুড়ে ছাই।